For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Republic Day Celebration 2023: মোদীর দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য! এবছরের প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে আরও বড় করে

প্রজাতন্ত্র দিবসে দিল্লির 'কর্তব্য পথে' সেনাবাহিনী কিংবা আধা সামরিক বাহিনী কুচকাওয়াজ ঐতিহ্যবাহী। এছাড়াও সেখানে থাকে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক কিংবা দফতরের কিছু প্রদর্শন, সাংস্কৃতি পরিবেশনা, মোটর সাই

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসে দিল্লির 'কর্তব্য পথে' সেনাবাহিনী কিংবা আধা সামরিক বাহিনী কুচকাওয়াজ ঐতিহ্যবাহী। এছাড়াও সেখানে থাকে কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক কিংবা দফতরের কিছু প্রদর্শন, সাংস্কৃতি পরিবেশনা, মোটর সাইকেল রাইড। পরে দ্য বিটিং রিট্রিট।

এইসবের বাইরে এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আরও বড় এবং আরও ভাল হতে চলেছে বলেই জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য

প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য

প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন ভাগীদারির দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখেই পুরো পরিকল্পনা করা হয়েছে। এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হবে এক সপ্তাহব্যাপী। গত বছরও এইরকমই ছিল অনুষ্ঠানের সূচি। যার শুরু হবে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী থেকে। শেষ হবে ৩০ জানুয়ারি, যা শহিদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এবারের অনুষ্ঠানে আইএনএ-র প্রবীণ সদস্য, স্বাধীনতা সংগ্রামী এবং উপজাতি সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে জানিয়েছেন এবারের কর্মসূচিতে জনসাধারণের অংশগ্রহণকে মূল প্রতিপাদ্য করা হয়েছে। প্যারেডে থাকবে ৫০ টি বিমান ও হেলিকপ্টার। যার মধ্যে থাকবে ২৩ টি ফাইটার জেট।

 রয়েছে অনেক নতুন অনুষ্ঠান

রয়েছে অনেক নতুন অনুষ্ঠান

এবারের প্রজাতন্ত্র দিবসে অনেক নতুন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যার মধ্যে রয়েছেন মিলিটারি ট্যাটু, উপজাতি নৃত্য, বীরগাথা ২.০, বন্দে মাতরম নৃত্য প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মিলিটারি ও কোস্ট গার্ডের ব্যান্ডের পারফরমেন্স। থাকছে সর্বভারতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতা। বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে সময় ড্রোন শো এবং প্রজেকশন ম্যাপিংয়ের অনুষ্ঠানও থাকছে।

আসনে কাটছাঁট

আসনে কাটছাঁট

প্রাক কোভিডের সময় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দর্শকদের জন্য প্রায় একলক্ষের বেশি আসন রাখা হত। কিন্তু এবার সেই আসন সংখ্যা নেমে আসছে ৪৫ হাজারে। পুরো প্রক্রিয়াটাই করা হয়েছে অনলাইনে। এই ৪৫ হাজারের মধ্যে ৩২ হাজার সাধারণের জন্য থাকছে। এবারের কুচকাওয়াজে অংশ নেবে মিশরের সশস্ত্র বাহিনীর ১২০ জনের দল। এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল সিসিকে।

 কোথায় আলাদা?

কোথায় আলাদা?

কর্তব্য পথে সবসময়ে সাধারণ দর্শনার্থীদের ভিড় থাকে। সেই কারণে দীর্ঘ সময় জায়গাটি বন্ধ না করার সিদ্ধান্তচ নেওয়া হয়েছে। অন্যদিকে ২৯ জানুয়ারি বিটিং রিট্রিট অনুষ্ঠানে সাধারণ মানুষের বসার ব্যবস্থা আগে কখনও না থাকলেও. এবছর ১০ শতাংশ অর্থাৎ প্রায় ১২০০ আসন সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। এবারই প্রথমবার অনুষ্ঠানের সময় মেট্রো পরিষেবা চালু রাখা হবে। প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণপত্র যাঁদের কাছে থাকবে তাঁরা বিনামূল্যে মেট্রোয় যাতায়াত করতে পারবেন। এবার সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ, নতুন সংসদ ভবনের আশাপাশে দুধ ও সবজি বিক্রেতা, রাস্তার বিক্রেতাদের মতো শ্রমযোগীদের কাছে বিশেষ আমন্ত্রণ পাঠানো হয়েছে।

টিভিতে বারে বারে অমিতাভের বিশেষ ছবি! চ্যানেল কর্তৃপক্ষের কাছে চিঠি, ক্ষতি হলে দায় কার জানতে চাইলেন দর্শকটিভিতে বারে বারে অমিতাভের বিশেষ ছবি! চ্যানেল কর্তৃপক্ষের কাছে চিঠি, ক্ষতি হলে দায় কার জানতে চাইলেন দর্শক

English summary
PM Modi's view is the priority, This year's Republic Day celebration will be bigger
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X