For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর 'চা বিক্রি' নিয়ে মন্তব্য ইভাঙ্কার, কী বললেন ট্রাম্প-কন্যা জানেন

ইভাঙ্কার মুখে গ্লোবাল অন্তঃপ্রেনিয়রশিপ সামিটে উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা।

  • |
Google Oneindia Bengali News

শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যাই নন তিনি, ইভাঙ্কা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতাও । আর এহেন ইভাঙ্কার মুখে গ্লোবাল অন্তঃপ্রেনিয়রশিপ সামিটে উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা।

মোদীর 'চা বিক্রি' নিয়ে মন্তব্য ইভাঙ্কার, কী বললেন ট্রাম্প-কন্যা জানেন

[আরও পড়ুন:জিইএস সম্মেলনে হায়দরাবাদে ইভাঙ্কা, একনজরে জেনে নিন অনুষ্ঠানের খুঁটিনাটি][আরও পড়ুন:জিইএস সম্মেলনে হায়দরাবাদে ইভাঙ্কা, একনজরে জেনে নিন অনুষ্ঠানের খুঁটিনাটি]

গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের দাবিদার হওয়া থেকেই নরেন্দ্র মোদীকে ক্রমাগত 'চা ওয়ালা' ইস্যুতে কটাক্ষ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। গুজরাত নির্বাচনের প্রচারেও এই ইস্যুত রাজনৈতিক ছবিটা একই। যদিও মোদীর কৌশলী চালে এই কটাক্ষকে নিজের সপক্ষে ইতিবাচক ভাবেই ব্যবহার করছে বিজেপি। আর এবার মোদীর সেই 'চা ওয়ালা' তকমা নিয়েই জিই সামিটে বক্তব্য রাখতে গিয়ে মুখ খুললেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা।

ইভাঙ্কা এদিন মোদাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি যা পেয়েছেন তা অনন্য। ছোটবেলা থেকে চা বিক্রি করার পর প্রধানমন্ত্রী হওয়া, আপনি প্রমাণ করেছেন যে সমস্ত রকমের পরিবর্তন সম্ভব'। এটি সকলের কাছে একটি 'উদাহরণ' বলে দাবি করেছেন ইভাঙ্কা। এছাড়াও ইভাঙ্কা এদিনের সভামঞ্চে দঁড়িয়ে জানান, 'হোয়াইট হাউসে ভারতের জন্য রয়েছে এক সত্যিকারের বন্ধু'।

এর আগে, ট্রাম্পের ৩৬ বছরের কন্যা ইভাঙ্কা জিই সামিটের সভাস্থলে বক্তব্য রাখতে উঠে ভারতের স্বাধীনতার ৭০ বছর পূর্তীতে ভারতবাসীকে অভিনন্দন জানান। এছাড়াও টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে হায়দরাবাদে পৌঁছে তিনি কতটা উচ্ছসিত।

[আরও পড়ুন :ফলুকনামায় রয়্যাল ডিনারে কোন শাহী আয়োজন থাকছে ইভাঙ্কার জন্য][আরও পড়ুন :ফলুকনামায় রয়্যাল ডিনারে কোন শাহী আয়োজন থাকছে ইভাঙ্কার জন্য]

English summary
Ivanka Trump, the eldest daughter of United States President Donald Trump as well as his advisor, in her keynote address today at the 8th Global Entrepreneurship Summit (GES) 2017 in Hyderabad today said India has a true friend in the White House and called Prime Minister Narendra Modi's rise from being a tea-seller "exemplary".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X