For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান দুর্ঘটনার তত্ত্ব মানেনি পরিবার, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন নেতাজির প্রপৌত্র

  • |
Google Oneindia Bengali News

বার্লিন, ১৪ এপ্রিল : নেতাজির উপর নজরদারি বিতর্কের মধ্যেই বিদেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র সূর্যকুমার বসু। মোদীজিকে তিনি জানিয়েছেন, নেতাজিকে নিয়ে গোপন সমস্ত ফাইল যেন অবিলম্বে প্রকাশ করা হয়। এবং ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনার তত্ত্বও যে তাঁরা মানতে অপারগ তাও তিনি পরিবারের তরফে প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছেন বলে সংবাদমাধ্যমে দাবি সূর্যবাবুর।

<strong>নেতাজির পরিবারের উপর দু'দশক নজরদারি চালিয়েছে নেহরু সরকার!, ইন্টেলিজেন্স রিপোর্ট ফাঁসে চাঞ্চল্য</strong>নেতাজির পরিবারের উপর দু'দশক নজরদারি চালিয়েছে নেহরু সরকার!, ইন্টেলিজেন্স রিপোর্ট ফাঁসে চাঞ্চল্য

সোমবার রাতে বার্লিনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইন্টেলিজেন্ট ব্যুরোর নজরদারি বিষয়ে আলোচনা করেন। পরে সূর্যবাবু দাবি করেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী।

বিমান দুর্ঘটনার তত্ত্ব মানেনি পরিবার, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন নেতাজির প্রপৌত্র


কয়েকদিন আগে কেন্দ্রের একটি গোপন রিপোর্ট ফাঁস হওয়ায় জানা যায়, ১৯৪৮-১৯৬৮, এই কুড়ি বছর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশে নজরদারি চালানো হত নেতাজির পরিবারের লোকেদের উপর। নেতাজির কলকাতার দুটি বাড়িতে এই নজরদারি চলত, একটি ১, উডবার্ন পার্কের বাড়িতে ও অন্যটি ৩৮/২ এলগিন রোডের বাড়িতে।

এক ইংরেজি দৈনিকে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। সেইসময় রাজ্যে ও কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থশঙ্কর রায় ও তখন বেশিরভাগ সময় জুড়েই দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু।

এই খবর জানার পর গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। নেতাজির পরিবারের সদস্যরা কংগ্রেস সরকারকে বিঁধে ওই গোপন ফাইল প্রকাশের দাবি করেন। সেইসূত্রেই গতকাল নেতাজির প্রপৌত্র সূর্যকুমার বসু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

English summary
PM Modi meets Netaji's grand nephew, family don't believe Plane crash theory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X