For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মন্ত্রিসভায় রদবদলের সম্ভানা, শেষবেলায় কেন পরিবর্তন চাইছেন প্রধানমন্ত্রী মোদী

ফের মন্ত্রিসভায় রদবদলের সম্ভানা, শেষবেলায় কেন পরিবর্তন চাইছেন প্রধানমন্ত্রী মোদী

Google Oneindia Bengali News

৫ বছরের মেয়াদের এটাই শেষ বছর। ২০২২ পার হলেই আবার অগ্নিপরীক্ষা দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শেষ বছরটা তাই একটু বেশি গুরুত্বপূর্ণ। শেষবেলায় হয়তো আবার মন্ত্রিসভায় রদবদল করতে পারেন তিনি। এমনই সম্ভাবনা দেখা দিয়েছে। তবে গঠাৎ করে কেন এই সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কয়েক বছরে এমন কী কাজ বাকি পড়ে গিয়েছে মোদীর যে মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে সেটা পূরণ করতে চাইছেন তিনি। যদিও পুরোটাই সম্ভাবনার নিরিখেই শোনা যাচ্ছে।

ফের মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

ফের মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

শেষবেলাতেও মন্ত্রিসভায় রদবদলের ভাবনা িচন্তা করা হচ্ছে। সংসদরে সাউথ ব্লক-নর্থব্লকে কান পাতলেই শোনা যাচ্ছে মন্ত্রিসভায় রদবদলের জল্পনা। সামনেই আবার বাজেট অধিবেশন। মোদীর দ্বিতীয় দফার কার্যকালের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবার। কাজেই সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে হবে সেটা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন। যদি সত্যিই মন্ত্রিসভার রদবদল করতে হয় তাহলে কি বাজেট অধিবেশনের পরেই করবেন প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

২০২৪-এ টার্গেট ৪০০ আসন

২০২৪-এ টার্গেট ৪০০ আসন

২০২৪-এর লোকসভা ভোটে খুব সাধারণভাবেই লড়তে চাইছে বিজেপি। কোনও রকম বড় চমক তারা তৈরি করতে চাইছে না। গত ২ দিনে দিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। লোকসভা ভোট পর্যন্ত বাড়ানো হয়েছে জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ। বিজেপির এবারের টার্গেট ৪০০ আসন। রাজীব গান্ধীর রেকর্ড ভাঙতে চাইছে বিজেপি। সেেক্ষত্রে এবার বিজেপির বিশেষ নজরে রয়েছে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার মত রাজ্যগুলিতে। যেখানে সবে মাত্র খাতা খুলতে পেরেছে বিজেপি। কারণ বাকি রাজ্যগুলির ভোটের দিক থেকে অনেকটাই নিশ্চিত গেরুয়া শিবির।

শেষবেলায় রদবদলে কী সুবিধা হবে

শেষবেলায় রদবদলে কী সুবিধা হবে

মাত্র ১ বছর হাতে রয়েছে সময়। তারপরেই ফাইনাল পরীক্ষায় বসতে হবে বিজেপিকে। শেষবেলায় মন্ত্রিসভায় রদবদল করে বড় কিছু কি ঘটাতে পারবে মোদী সরকার? এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এর আগে মোদী প্রথমবার ক্ষমতায় আসার আগে ২০১২ সালে ইউপিএ-২ সরকারের সময় শেষবেলায় মন্ত্রিসভার রদবদল করেছিলেন সেসময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাতে তেমন কোনও লাভ হয়নি কংগ্রেসের। উল্টে ভোট ব্যাঙ্কে তুমুল ধাক্কা খেয়েছিল তারা। সরতে হয়েছিল মনমোহন সিং সরকারকে।

মোদীকে সামনে রেখে ভোট নয়

মোদীকে সামনে রেখে ভোট নয়

গত ২ বারে মোদী ম্যাজিকেই কাজ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ভোট ব্যাঙ্ক ভারী করেছে বিজেপি। এমনকী সবকটি রাজ্যের বিধানসভা নির্বাচনেও প্রধানমন্ত্রী মোদীকে সামনে রেখেই লড়েছে বিজেপি। যে রাজ্যগুলিতে বিজেপি জিতেছে সবকটিতে মোদী ক্যারিশ্মাই কাজ করেছে। তার মধ্যে অন্যতম মোদীর নিজের রাজ্য গুজরাত। যেখানে মোরবি বিপর্যয়ের পরেও দ্বিগুণ ভোটে বিজেপি জিতেছে তার একমাত্র কারণ মোদী ম্যাজিক। কিন্তু ২০২৪-র লোকসভা ভোটে সেই মোদী ম্যাজিক নয় বিজেপি নেতাদের নিজের দমে ভোটে জেতার বার্তা দেওয়া হয়েছে।

বিজেপি এবার সংখ্যালঘুদের দুয়ারে! ২০২৪-এর লক্ষ্যে 'গেমপ্ল্যান’ বাতলে দিলেন মোদীবিজেপি এবার সংখ্যালঘুদের দুয়ারে! ২০২৪-এর লক্ষ্যে 'গেমপ্ল্যান’ বাতলে দিলেন মোদী

English summary
Cabinet Minister may Reshuffle before 2024 Loksabha election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X