For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গুজরাত সফরে মোদী, একমাসের তৃতীয়বার, একাধিক প্রকল্পের উদ্বোধন

ফের গুজরাত সফরে নরেন্দ্র মোদী। নিজের রাজ্যে রবিবারের এই সফর এই মাসে এনিয়ে তৃতীয় বার। এদিন একাধিক প্রোজেক্টের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

ফের গুজরাত সফরে নরেন্দ্র মোদী। নিজের রাজ্যে রবিবারের এই সফর এই মাসে এনিয়ে তৃতীয় বার। এদিন একাধিক প্রোজেক্টের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী।

ফের গুজরাত সফরে মোদী, একাধিক প্রকল্পের উদ্বোধন

গুজরাত সফরে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬১৫ কোটির 'রোল অন রোল অফ' ফেরি সার্ভিস প্রজেক্টের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন। প্রকল্পটি হচ্ছে সৌরাষ্ট্রের ঘোঘা এবং দক্ষিণ গুজরাতের দাহেজের মধ্যে। ঘোঘায় হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল। এই ধরনের প্রজেক্ট শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়াতেও প্রথম বলে জানিয়েছেন মোদী। ফেরি সার্ভিসে সর্বশেষ প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর আগে এই প্রজেক্টকে তাঁর স্বপ্নের প্রজেক্ট বলে বর্ণনা করেছিলেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন পর্বের পর ভাবনগরে একটি সমাবেশেও যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সৌরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ গুজরাত সরাসরি যুক্ত হবে। এতে সময় এবং জ্বালানি দুই বাঁচবে বলে জানিয়েছেন মোদী।

প্রথম পর্যায়ে শুধুমাত্র যাত্রী পারাপারের ব্যবস্থা থাকছে। দ্বিতীয় পর্যায়ে গাড়িও নিয়ে যাওয়া যাবে এই পথে। তবে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হতে আরও দুমাস সময় লাগবে। এতে দুই শহরের মধ্যে দূরত্ব ৩১০ কিমি থেকে কমে দাঁড়াবে ৩০ কিমিতে। ২০১২-র জানুয়ারিতে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী।

এর আগে ৮ অক্টোবর রবিবার এবং ১৬ অক্টোবর সোমবার গুজরাত গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর রবিবারে এই সফরের পরেই হয়তো গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন।

যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন শিল্পস্থাপন থেকে রাজ্যের উন্নতি, সবক্ষেত্রেই তৎকালীন কেন্দ্র সরকারের থেকে বাধা পেয়েছেন বলে অভিযোগ করেছেন মোদী। কিন্তু গত তিন বছরে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে এবং গুজরাতের উন্নয়নে নজর দেওয়া হয়েছে।

দেহাজ থেকে ভদোদরায় যান প্রধানমন্ত্রী। সেখানে ১১৪০ কোটির একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

English summary
PM Modi is visiting poll-bound Gujarat for the third time this month to inaugurate a number of projects, including the Rs. 615 crore 'roll-on, roll-off(ro-ro) ferry service between Ghogha and Dahej.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X