For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ অগাস্ট ড্রোন হামলা হতে পারে প্রধানমন্ত্রীর উপরে! সতর্কতার নির্দেশ গোয়েন্দাদের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ জুলাই : স্বাধীনতা দিবসের দিন ১৫ অগাস্ট প্রাণঘাতী হামলার আশঙ্কা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে। আর সেজন্যই এনএসএ (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) প্রধান অজিত ডোভালের সঙ্গে চূড়ান্ত আলোচনা চালাচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা। [প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি]

সূত্রের খবর, নিরাপত্তা এজেন্সি ও স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) পরামর্শ দিয়েছে যাতে বুলেটপ্রুফ জামা পরে স্বাধীনতা দিবসের দিন লাল কেল্লায় ভাষণ দিতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ তাঁর উপরে হামলার অত্যন্ত বেশি আশঙ্কা রয়েছে। ['শীর্ষ অপরাধীদের' তালিকায় নরেন্দ্র মোদী!]

১৫ অগাস্ট ড্রোন হামলা হতে পারে প্রধানমন্ত্রীর উপরে!

গত দু'বছর নিরাপত্তার কড়াকড়িকে উপেক্ষা করে কোনওরকম সুরক্ষা ছাড়াই লাল কেল্লায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এমনকী বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে জনতার ভিড়ে মিশে যেতে দেখা গিয়েছে তাঁকে। তবে কেন্দ্রীয় সূত্রের মতে, এবার অন্তত তিনি নিরাপত্তা আধিকারিকদের পরামর্শ মেনে চলবেন। এটা তাঁকে বোঝানো হবে। [প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম টিভি সাক্ষাৎকারে যা বললেন নরেন্দ্র মোদী]

নিরাপত্তা এজেন্সিগুলির মতে, এবার প্রধানমন্ত্রীর উপরে হামলার সম্ভাবনা 'অত্যন্ত বেশি'। গত কিছুদিন ধরে কাশ্মীর উপত্যকায় অশান্তি বা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ যে এর একমাত্র কারণ তা নয়। সারা বিশ্বে আইএসের দাপট যেভাবে বেড়েছে সেকথাও মাথায় রাখা হয়েছে। [মোদী-অখিলেশের 'আমের লড়াই' উত্তরপ্রদেশে]

এছাড়া সবচেয়ে তাৎপর্যের হল, গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, প্রধানমন্ত্রীর উপরে ড্রোন হামলা হতে পারে। এছাড়া 'লোন উলফ অ্যাটাক' এর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েক সপ্তাহ আগে থেকেই এই বিষয়ে গোপনে কাজ করছে নিরাপত্তা এজেন্সিগুলি। ১৫ অগাস্ট প্রধানমন্ত্রীর উপরে হামলার বিষয়টি এসপিজি ও সন্ত্রাসদমন শাখাকে জানানোর পরই তৎপরতা শুরু হয়েছে।

English summary
PM Modi is advised to wear bulletproof enclosure on 15th August, Independence Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X