For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই-এ অন্তর্কলহ! আসরে নেমে পড়লেন খোদ প্রধানমন্ত্রী মোদী

সিবিআইয়ের ভিতরের দ্বন্দ্ব থামাতে আসরে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

সিবিআইয়ের মধ্যেই অন্তর্কলহ শুরু হয়ে গিয়েছে। সংস্থার দুই শীর্ষ কর্তা একে অপরকে দোষারোপ করছেন। সিবিআই নিজেদেরই সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছে। এদিকে সিবিআই ডিরেক্টর অলোক বর্মার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনে সরব হয়েছেন রাকেশ আস্থানা। এই অবস্থায় সিবিআইয়ের ভিতরের দ্বন্দ্ব থামাতে আসরে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আস্থানা ও বর্মা দুজনকেই ডেকে পাঠিয়েছেন তিনি।

আসরে প্রধানমন্ত্রী

আসরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, আস্থানার মতো এত বড় পদাধিকারীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে সেটা না নিয়েই কীভাবে এফআইআর হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে।

[আরও পড়ুন:রামমন্দির নিয়ে মুসলিমদের এমনই হুঁশিয়ারি! ফের বিতর্কে মোদী মন্ত্রিসভার এই মন্ত্রী][আরও পড়ুন:রামমন্দির নিয়ে মুসলিমদের এমনই হুঁশিয়ারি! ফের বিতর্কে মোদী মন্ত্রিসভার এই মন্ত্রী]

চাপে সিবিআই

চাপে সিবিআই

এদিন রাকেশ আস্থানার সঙ্গে কাজ করা তাঁর ঘনিষ্ঠ অফিসার দেবেন্দ্রর কুমারকে সিবিআই গ্রেফতার করেছে। আস্থানার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তাতে ব্যবসায়ী মইন কুরেশি যে টাকা নয়ছয়ের ঘটনায় অভিযুক্ত তার সঙ্গে সম্পর্ক রাখা ও ঘুষ খাওয়ার অভিযোগ আনা হয়েছে।

[আরও পড়ুন:গেরুয়া ‘চাল'-এ কাঁপছেন মমতাও! এক বছরে আরএসএসের দ্বিগুণ বৃদ্ধিতে নয়া অঙ্ক][আরও পড়ুন:গেরুয়া ‘চাল'-এ কাঁপছেন মমতাও! এক বছরে আরএসএসের দ্বিগুণ বৃদ্ধিতে নয়া অঙ্ক]

ঘুষ মামলায় ফেঁসেছেন আস্থানা

ঘুষ মামলায় ফেঁসেছেন আস্থানা

কুরেশির দুর্নীতি মামলার তদন্তে ছিলেন আস্থানা। সেই মামলার দফারফা করতে পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়া হয়। হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানা এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, দুবাইয়ের মনোজ প্রসাদ নামে এক ব্যক্তি মধ্যসত্ত্বভোগীর কাজ করেছিলেন।

English summary
PM Modi intervenes in big CBI war, summons its top two officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X