For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতেই নাকি বিদেশ সফরে যেতে বেশি পছন্দ করেন মোদী! কারণ চমকে দেবেই

গত কয়েক মাস আগেই ইউরোপ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে তিনদিনের সফরে যান তিনি। এমনকি সম্প্রতি বুদ্ধপূর্ণিমায় ঝটিকা সফরে নেপালেও গিয়েছেন প্রধানমন্ত্রী। আর এর মধ্যেই ফের একবার জাপান সফ

  • |
Google Oneindia Bengali News

গত কয়েক মাস আগেই ইউরোপ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে তিনদিনের সফরে যান তিনি। এমনকি সম্প্রতি বুদ্ধপূর্ণিমায় ঝটিকা সফরে নেপালেও গিয়েছেন প্রধানমন্ত্রী। আর এর মধ্যেই ফের একবার জাপান সফরে যাচ্ছেন তিনি।

আর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন প্রধানমন্ত্রী তাঁর বিদেশ সফর সবসময়ে রাতেই করে থাকেন! কিন্তু কেন এমন করেন তিনি?

রাতের সফর পছন্দ করেন নাকি মোদী!

রাতের সফর পছন্দ করেন নাকি মোদী!

যদি প্রধানমন্ত্রীর শিডিউল খুব কাছ থেকে নজর দেওয়া যায় তো একটা প্যাটার্ন নজর আসবে। বেশিরভাগ ক্ষেত্রেই সময় বাঁচাতেই নাকি রাতে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পরের দিন প্রধানমন্ত্রীর বিভিন্ন আয়োজন এবং বৈঠকে অংশ নিয়ে থাকেন এবং রাতে ফের একবার অন্য গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যান তিনি। এতে অনেকটাই সময় বাঁচে আর উদ্দেশ্যও সফল হয় বলে বিশ্বাস নাকি প্রধানমন্ত্রীর। জাপান সফরের ক্ষেত্রেও সেটি হতে চলেছে।

জাপান সফরেও একই 'রুটিন'

জাপান সফরেও একই 'রুটিন'

প্রধানমন্ত্রী মোদী আজ ২২ মে রাতেই জাপানের উদ্দেশ্যে উড়ে যাবেন। ২৩ মে সকালে টকিও পৌঁছবেন। আর সেখানে পৌঁছেই কাজ শুরু করে দেবেন বলেই খবর। পিএম মোদী জাপানে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। শুধু তাই নয়, প্রবাসীদের উদ্দেশ্যেও বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপরের দিন কোয়াড মিটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে পিএম মোদীর। দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আর তা শেষ করেই ওই রাতেই ভারতের উদ্দেশ্যে ফের একবার ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি পিএম মোদী জার্মানি এবং ডেনমার্কে শুধুমাত্র একটা রাতই কাটান। তেমনই জাপান যাত্রার ক্ষেত্রেও মোদী একটি রাতই কাটাবেন সেখানে। আর রাতেই ফিরে আসবেন ভারতে। উল্লেখযোগ্য ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট তিন রাত কাটিয়ে পাঁচটি দেশ ঘুরে ফেলেছেন। যা যথেষ্ট নজর কাড়ার মতো বিষয় বলেই মনে করা হচ্ছে।

কি বলছে মোদীর পুরানো এই ঘনিষ্ঠ

কি বলছে মোদীর পুরানো এই ঘনিষ্ঠ

প্রধানমন্ত্রী মোদীর পুরনো দিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে যে, নব্বই দশকের গোড়ার দিকে যখন তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে ভ্রমণ করতেন, নরেন্দ্র মোদী সঠিক ব্যবহারের জন্য বিশেষ ফ্রিকোয়েন্ট-ফ্লায়ার কার্ড ব্যবহার করতেন। শুধু তাই নয়, সেই সময়ে প্রধানমন্ত্রী দিনের বেলা বিভিন্ন গন্তব্যস্থল পরিদর্শন করতেন। এবং হোটেলে থাকার অর্থ বাঁচাতে সাধারণত শেষ ফ্লাইটেই ফেরত আসার চেষ্টা করতেন বলে জানাচ্ছেন ওই সুত্রটি। বেশির ভাগ সময়ে বিমান কিংবা বিমান বন্দরেই ঘুমাতেন! ওই ঘনিষ্ঠ সুত্রটি আরও জানাচ্ছে যে, সময় ও সম্পদ বাঁচানো তার অভ্যাসে পরিণত হয়েছে।

English summary
PM Modi foreign tours: Pm Modi prefers to go for foreign tours in night know why
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X