For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদী ফেল করেছেন', এনডিএ-কে আলবিদা করে সোজা বিরোধী বৈঠকে কুশওয়াহা

বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সুপ্রিমো ও সদ্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা নিজের পদ থেকে ইস্তফা দিলেন।

  • |
Google Oneindia Bengali News

বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সুপ্রিমো ও সদ্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা নিজের পদ থেকে ইস্তফা দিলেন। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে এনডিএ ছাড়বেন বলে। অবশেষে এদিন সেই জল্পনা সত্যি হল। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও বিহারের নীতীশ কুমারের সরকারকে আক্রমণ করে সরে গেলেন কুশওয়াহা।

এদিন কুশওয়াহা প্রথমে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ফলে তাঁর দল স্বাভাবিকভাবেই এনডিএ থেকে সরে গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, মোদীজি বিহারের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া নিয়ে কিছুই করা হয়নি। বিহার আগে যা ছিল তাই রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা বলে সেখানে কিছু নেই।

তবে তিনি চেষ্টা করে বিফল হয়েছেন বলে কুশওয়াহা ব্যর্থ হয়েছেন। এনডিএ-তে থেকে বিহারের সমস্য়া সমাধানে তিনি নিজের বক্তব্য রাখার চেষ্টা করেছেন। তবে বিজেপি সবসময় নীতীশকে সমর্থন করে গিয়েছে। আর নীতীশ বিহারের মানুষের সঙ্গে অবিচার করেছেন।

নীতীশ কুমারকে তোপ দেগে কুশওয়াহা বলেছেন, বারবার চেষ্টা করা হয়েছে আমাদের দলকে বরবাদ করার জন্য। একদিকে বিজেপি ও অন্যদিকে নীতীশ কুমারের জেডিইউ। দুই দলে মিলে আমাকে অপমান করা শুরু করে। আমাকে সর্বসমক্ষে নীচ বলে কটাক্ষ করা হয়।

[আরও পড়ুন:২ লক্ষ টাকা পেঁয়াজ চাষে বিনিয়োগ করে আয় মাত্র '৬ টাকা', অভিনব প্রতিবাদ চাষির][আরও পড়ুন:২ লক্ষ টাকা পেঁয়াজ চাষে বিনিয়োগ করে আয় মাত্র '৬ টাকা', অভিনব প্রতিবাদ চাষির]

এসব দেখেই তিনি ঠিক করেছেন যে এনডিএ-মন্ত্রিসভা থেকে ও জোট থেকে বেরিয়ে আসবেন। কুশওয়াহা বলেন, এসব দেখে ঠিক করি আরএসএসের অ্যাজেন্ডা নিয়ে এক মিনিটও চলব না। তাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছে। এবং আমার দল আরএলএসপি এখন থেকে এনডিএ জোটের সঙ্গী নয়।

শোনা যাচ্ছে, মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর ও এনডিএ জোট ছাড়ার পরে এদিন বিরোধীদের মহাজোটের আলোচনায় থাকতে চলেছেন উপেন্দ্র কুশওয়াহা। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের জোট এদিন দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। মোট ১৩টি দলের সঙ্গে কুশওয়াহাও নিজের দল নিয়ে যোগ দেবেন।

[আরও পড়ুুন: দিল্লিতে লোকসভার ঘুঁটি সাজাতে মহাবৈঠকে বিরোধীরা, অন্যতম নেতৃত্বে মমতা ][আরও পড়ুুন: দিল্লিতে লোকসভার ঘুঁটি সাজাতে মহাবৈঠকে বিরোধীরা, অন্যতম নেতৃত্বে মমতা ]

English summary
PM Modi failed on expectations, says RLSP chief Kushwaha before quitting NDA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X