For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেলো ইন্ডিয়ার উদ্বোধন, বাতিল হল মোদীর অসম সফর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর বাতিল করা হয়েছে। ১০ জানুয়ারি তাঁর অসমে যাওয়ার কথা ছিল।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফর বাতিল করা হয়েছে। ১০ জানুয়ারি তাঁর অসমে যাওয়ার কথা ছিল। সূত্রের খবর অনুযায়ী, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র আন্দোলনের জেরেই এই সফর বাতিল করা হয়েছে। রাজ্য বিজেপির তরফে সফর বাতিল করার কথা জানানো হলেও, কারণ নিয়ে কোনও কথা বলা হয়নি।

খেলো ইন্ডিয়ার উদ্বোধন, বাতিল হল মোদীর অসম সফর

অসম বিজেপির মুখপত্র দিওয়াল ধ্রুবজ্যোতি মারাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও, সেই সপর বাতিল করা হয়েছে।

এর আগে অসম স্টুডেন্টস ইউনিয়ন জানিয়েছিল, মোদী যদি খেলো ইন্ডিয়ার উদ্বোধনে আসেন, তাহলে তাঁকে বিক্ষোভের সম্মুখীন হতে হবে। আসু নেতা সমুজ্জল ভট্টাচার্য জানিয়েছেন, তারা খেলো ইন্ডিয়ার বিরুদ্ধে নন। কিন্তু যদি প্রধানমন্ত্রী আসেন তাহলে বিক্ষোভ দেখানো হবে।

সিএএ-র বিরোধিতায় অসম জুড়েই আন্দোলন চলছে। এর জেরে ৫ জানুয়ারি গুয়াহাটিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টির ম্যাচও বাতিল করতে হয়েছিল।

আসু-সহ অসমের বিক্ষোভকারী সংগঠনগুলির অভিযোগ সিএএ-এর জেরে ১৯৮৫-র অসম চুক্তিরই বিরোধিতা করা হচ্ছে। তাদের দাবি, অসম চুক্তিতে বলা হয়েছিল ১৯৭১-র ২৪ মার্চের আগে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সিএএতে বলা হচ্ছে ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।

English summary
PM Modi cancels Assam visit due to anti CAA protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X