For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেখি এবার কোথায় পালায়', রাহুল-সোনিয়াকে আক্রমণ মোদীর

দুর্নীতি প্রসঙ্গে কংগ্রেস তথা গান্ধী পরিবারকে তেড়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

ভিভিআইপি চপার কেলেঙ্কারির অন্যতম মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে মঙ্গলবার মধ্যরাতে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করে আনা হয়েছে। এদিন তাকে পাঁচদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস তথা গান্ধী পরিবারকে তেড়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেলেঙ্কারিতে কংগ্রেস বিপদে পড়তে পারে বলে অনেকেই অনুমান করছেন।

মোদীর বাণ

রাজস্থানে সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ইউপিএ জমানায় দেশে ভিভিআইপি চপার দুর্নীতি হয়েছে। আমরা সরকারে আসার পরে এই মামলায় তদন্ত করার পরে এক অভিযুক্ত ধরা পড়েছে। দুবাই থেকে ভারত সরকার তাকে ধরে এনেছে। এখন ভগবান জানে কোন গোপন কথা সে উগড়ে দেবে।

টার্গেটে গান্ধীরা

টার্গেটে গান্ধীরা

মোদী যে সরাসরি গান্ধী পরিবার ও ইউপিএ সরকারকে টার্গেট করেছেন তা আলাদা করে বলে দিতে হবে না। তিনি মুখ খুললে অনেকে বিপদে পড়বেন, এমনটাই বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: কেন সরানো হয়েছে অলোক বর্মাকে, সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জবাবদিহি কেন্দ্রের][আরও পড়ুন: কেন সরানো হয়েছে অলোক বর্মাকে, সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জবাবদিহি কেন্দ্রের]

আক্রমণের লক্ষ্যে রাহুল-সোনিয়া

আক্রমণের লক্ষ্যে রাহুল-সোনিয়া

মঙ্গলবার সুপ্রিম কোর্ট ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আয়কর যাচাই চলবে। মোদীর দাবি, গান্ধী পরিবার চার প্রজন্ম ধরে সুযোগ-সুবিধা ভোগ করছে। এবার দেখব তাঁরা কী করে পালিয়ে বাঁচে। একজন চাওয়ালা চার প্রজন্ম ধরে সরকার চালানো পরিবারকে আদালতে টেনে এনেছে বলেও দাবি করেছেন মোদী।

[আরও পড়ুন:ভোটের বছরে ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপি কেমন হবে, জানাল আরবিআই][আরও পড়ুন:ভোটের বছরে ২০১৯-২০ অর্থবর্ষে ভারতের জিডিপি কেমন হবে, জানাল আরবিআই]

অগাস্টা দুর্নীতি

অগাস্টা দুর্নীতি

প্রসঙ্গত, অগাস্টা-ওয়েস্টল্যান্ড চপার কাণ্ডে ৩৬০০ কোটি টাকার চুক্তি হয়। ১২টি বিলাসবহুল হেলিকপ্টার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভিভিআইপিদের ব্যবহারের জন্য কেনার কথা হয়। সেখানেই ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেল মিডলম্যান হিসাবে কাজ করে ঘুষ দেয় বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্তেই তাকে ভারতে এনে এবার জেরা করা হবে।

[আরও পড়ুন:ভোট জিততে তেলাঙ্গানায় প্রার্থীদের হাতিয়ার 'পেঁচা' দিয়ে কালা জাদু, লক্ষ লক্ষ টাকায় বিকোচ্ছে নিশাচর][আরও পড়ুন:ভোট জিততে তেলাঙ্গানায় প্রার্থীদের হাতিয়ার 'পেঁচা' দিয়ে কালা জাদু, লক্ষ লক্ষ টাকায় বিকোচ্ছে নিশাচর]

English summary
PM Modi attacks Congress and Gandhi family on Agusta Westland and National Herald case'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X