For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের বন্যা পরিদর্শন করে ৫০০ কোটি টাকার ত্রাণ সাহায্য মোদীর, ব্রাত্যই রইল বাংলা

বন্যা বিধ্বস্ত বিহার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে সঙ্গে ৫০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

আকাশপথে বন্যা বিধ্বস্ত বিহার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ৫০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। তবে বাংলার দিকে ফিরেও তাকালেন না তিনি।

বিহারে এই মুহূর্তে বন্যায় ৪১৮ জন মারা গিয়েছেন। ক্ষতিগ্রস্ত দেড় কোটি মানুষ নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

বিহারের বন্যা পরিদর্শন করে ৫০০ কোটি টাকার ত্রাণ সাহায্য মোদীর, ব্রাত্যই রইল বাংলা

এদিন সকালে বন্যা বিধ্বস্ত বিহারে বিশেষ বিমানে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তাঁদের নিয়েই হেলিকপ্টারে বন্যা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

বন্যা বিধ্বস্ত এলাকার কৃষকরা যাতে ফসল বীমার সুবিধা পায় সেজন্য বীমা কোম্পানিগুলির প্রতিনিধিকে এখানে পাঠিয়ে পরিস্থিতি যাচাই করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিহার সরকার কেমন ব্যবস্থা নিয়েছে সেটাও খতিয়ে দেখেন তিনি।

বিহারে সবমিলিয়ে মোট ২১টি জেলা বন্যার কবলে রয়েছে। সেই সমস্যা মোকাবিলায় নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। সপ্তকোশী বাঁধ প্রকল্প ও সুনকোশী স্টোরেজ নিয়েও রিস্তারিত রিপোর্ট তৈরি হবে বলে জানানো হয়েছে।

English summary
PM Modi announces Rs 500 crore relief for flood-hit Bihar after aerial survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X