For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখনউয়ে পরিবর্তন সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর উল্লেখযোগ্য উক্তি!

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে আজ লখনউয়ে পরিবর্তন সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বক্তৃতায় উল্লেখযোগ্য যে বিষয়গুলি বললেন।

Google Oneindia Bengali News

লখনউ, ২ জানুয়ারি : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে আজ লখনউয়ে পরিবর্তন সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের বক্তৃতায় উল্লেখযোগ্য যে বিষয়গুলি বললেন তা হল

লখনউয়ে পরিবর্তন সমাবেশে প্রধানমোদীর উল্লেখযোগ্য উক্তি!

  • দিল্লিতে বৈঠকের সময়ই লখনউয়ের সমাবেশ ঘিরে ভিড়ে কিছু ছবি দেখছিলাম। আমি আজ পর্যন্ত কখনও এত ভিড় দেখিনি। আমি আমার অন্তর থেকে আপনাদের এখানে এসে আমাদের আশীর্বাদ করার জন্য ধন্যবাদ জানাই।
  • এটি অটল বিহারী বাজপেয়ীর কর্মভূমি। লখনউয়ের জন্য কাজ করেছেন তিনি, উনি এই শহরকে ভালবাসেন, এবং তা আজও অনুভব করা যায়।
  • রাজনৈতির পণ্ডিতরা একেবারে দৈববানীর মতো উত্তরপ্রদেশ নির্বাচনের ভবিষ্যৎ বলে দিচ্ছেন। কিন্তু এখানে উপস্থিত ভিড় দেখার পর আমার মনে হচ্ছে আর অতিরিক্ত প্রচেষ্টা খরচ করার প্রয়োজনীয়তা নেই। হাওয়া কোনদিকে বইছে তা পরিষ্কার।
  • কেউ বলছেন বিজেপির ১৪ বছরের বনবাস শেষ হবে। বিষয়টা বিজেপির বনবাস শেষ হওয়ার নয়, বিষয় ১৪ সালের বনবাসেরও নয়, ১৪ বছরের জন্য উত্তরপ্রদেশে বিকাশ ও উন্নয়নের বনবাস হয়ে গিয়েছে।
  • উত্তরপ্রদেশের ভাগ্য আমাদের বদলাতে হবে। ভারত যদি উন্নতির দিকে এগিয়ে যেতে চায় তাহলে উত্তরপ্রদেশের উন্নতি হওয়াটা জরুরি।
  • আমরা দিল্লিতে ক্ষমতায় এসেছি,প্রত্যেকবছর উত্তরপ্রদেশকে ১ লক্ষ কোটি টাকার আর্থিক কমিশন দেওয়া হয়।
  • খুব দুর্ভাগ্যজনক বিষয় যে যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের কাছে রাজ্যের উন্নয়ন প্রাধান্য নয়।
  • গত বেশ কয়েক বছরের মধ্যে এই প্রথমবার সপা আর বিএসপি একটি বিষয়ে সহমত পোষণ করেছে, মোদী হঠাও। কিন্তু আমি বলি দুর্নীতি হঠাও। কালোটাকা হঠাও। এখন মানুষের উপর নির্ভর করছে তারা কী চায়।
  • জাতি, ধর্ম, বর্ণ ভুলে ভোট দিন।
  • অনেকে তাদের কালোটাকা বাঁচাতে চাইছে। কেউ তাদের 'পরিবার' বাঁচাতে চাইছে। কিন্তু বিজেপি একমাত্র দল যারা মানুষকে বাঁচাতে চাইছে।
  • আমাদের হাইকমান্ড ভারতবাসী। আমাদের অন্য কোনও হাইকমান্ড নেই।
  • গুণ্ডাদের জন্য ইভটিজারদের জন্য সাধারণ পরিশ্রমী মানুষকে হেনস্থা হতে হচ্ছে। এইভাবে কী করে তারা শান্তিপূর্ণ জীবন যাপন করবে? আমাদের একটা সুযোগ দিন আমরা উত্তরপ্রদেশের এই গুণ্ডারাদের দমন করব।
  • দুর্নীতি ও কালো ধনের বিরুদ্ধে আমাদের লড়াই চলতে থাকবে। আর কোনও গরীবকে শোষিত হতে হবে না।
English summary
Prime Minister Narendra Modi addressed a Parivartan rally in Lucknow on Monday. His top quote is here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X