For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন নথি প্রকাশ করলেন মোদী, কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বোসের ১১৯ তম জন্মবার্ষিকীতে নেতাজিকে নিয়ে পোর্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০ বছর ধরে নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচনেএই প্রথমবার সার্বজনীন করা হল ১০০টি গোপন নথি।

দিল্লির ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া তথা এনএআই-এ নেতাজি সংক্রান্ত গোপন নথির ডিজিটাল সংস্করণ সাধারণ মানুষদের জন্য প্রকাশ হল। অনুষ্ঠানে নেতাজির পরিবারের ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

নেতাজি সংক্রান্ত ১০০টি গোপন নথি প্রকাশ করলেন মোদী, কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস

এনএআই-র তরফে জানানো হয়েছে প্রত্যেক মাসে গোপন নথির ২৫টি করে কপি প্রকাশ করা হবে।

এদিন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু জানিয়েছেন, "আমি বিমান দুর্ঘটনার তত্ত্বে বিশ্বাস করি না। হয়তো আজই আমরা সব প্রশ্নের উত্তর পাব না। তবে আমার বিশ্বাস কিছু ইঙ্গিত তো নিশ্চয় পাওয়া যাবে।"

এর আগে রাজ্য সরকারের অধীনে থাকা ৬৪টি গোপন নথি মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের জন্য প্রকাশ করেছিলেন। তারপরই মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মমতা যাতে কেন্দ্রের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশ করা হয়। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আগেই মোদী জানিয়ে দিয়েছিলেন নেতাজির জন্মজয়ন্তীতেই প্রকাশ করা হবে ফাইলগুলি।

তবে মোদী সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা আনন্দ শর্মার কথায়,যে নথি প্রকাশ করা হয়েছে তা বিকৃত করে প্রকাশ হতে পারে। নেহেরুর ভাবমূর্তি কলঙ্কিত করার ষড়যন্ত্র করা হতে পারে এই নথির আড়ালে। যারা এই এই ষড়যন্ত্রের অংশীদার তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। নেহেরু বিশ্বনেতা, দেশের জন্য লড়েছেন।

কারণ যে নথি প্রকাশ হয়েছে, তার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলিকে লেখা নেহেরুর একটি চিঠি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । ১৯৪৫ এর ২৭ নভেম্বর এই চিঠিটি লেখা হয়েছে। চিঠিতে নেতাজিকে যুদ্ধ অপরাধী বলেছেন নেহেরু। চিঠিতে নেহরুর নাম লেখা রয়েছে।

এদিকে পরিবারের সদস্য কৃষ্ণা বসুর মতে, "নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল আগেই প্রকাশ করা উচিত ছিল। তাহলে এত রটনা রটত না। এতদিন কংগ্রেস সরকার বলে এসেছে ফাইল প্রকাশ হলে অন্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। এবার দেখা যাক কোন কোন দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়।"

English summary
PM Narendra Modi Declassifies 100 Secret Netaji Files On His Birth Anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X