For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মুখ্যসচিব নির্বাচিত হলেন পিকে মিশ্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্যসচিব নির্বাচিত হলেন পিকে মিশ্র। বুধবার থেকেউ কাজের দায়িত্বভার নিয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্যসচিব নির্বাচিত হলেন পিকে মিশ্র। বুধবার থেকেউ কাজের দায়িত্বভার নিয়েছেন তিনি। ১৯৭২ ব্যাচের গুজরাট আইএএস ক্যাডেট পি কে মিশ্র বরাবরই মোদীর ঘনিষ্ঠ ছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁর দফতরে কাজ করেছেন পিকে মিশ্র। তাই মুখ্যসচিব হিসেবে তাঁর উপরেই আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মুখ্যসচিব নির্বাচিত হলেন পিকে মিশ্র

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই মুখ্যসচিব নৃপেন্দ্র মিশ্র এবং অতিরিক্ত মুখ্য সচিব প্রমোদ কুমার মিশ্রর পদ কেন্দ্রীয় মন্ত্রিসভার স্তরে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবং দুই আমলারই কার্যকালের মেয়াদ বাড়িয়েছিলেন। পরিকল্পনা রূপায়নে পিকে মিশ্রর জুরি নেই। এমনই বলা হয়ে থাকে। মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও সরকারের একাধিক পরিকল্পনা রূপায়নের কাজ করেছিলেন তিনি।

কৃষি, মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত বিষযে বিশেষভাবে দক্ষ এই প্রমোদ কুমার মিশ্র। গুজরাটে এই সব ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা এবং সফলভাবে কাজ করেছেন তিনি। মন্ত্রিসভার প্রাক্তন সচিব পিকে সিনহাও পদোন্নতি ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী মুখ্য উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে তাঁকে। আজ থেকেই এই পদে যোগ দিয়েছেন তিনি।

[ সন্ত্রাসবাদের শিকড় লুকিয়ে পাকিস্তানেই! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মোদীর][ সন্ত্রাসবাদের শিকড় লুকিয়ে পাকিস্তানেই! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মোদীর]

মন্ত্রিসভার পক্ষ থেকে একথা জানানো হয়েছে। জুলাই মাসে মোদী সরকার প্রায় ১২ জন মন্ত্রীর আমলাদের বদলি করিয়েছেন। অর্থসচিব সুভাষচন্দ্র গর্গকে সরিয়ে বিদ্যুত মন্ত্রকে পাঠানো হয়েছে। বিনিয়োগ এবং জনসম্পদ বিকাশ মন্ত্রকের সচিব অতনু চক্রবর্তীকে সরিয়ে অর্থমন্ত্রকের সচিব পদে বসানো হয়েছে।

 [মোদীনমিক্স আর নির্মলানমিক্সের তফাত করল কংগ্রেস! ওলা, উবার নিয়ে পাল্টা আক্রমণ] [মোদীনমিক্স আর নির্মলানমিক্সের তফাত করল কংগ্রেস! ওলা, উবার নিয়ে পাল্টা আক্রমণ]

English summary
PK Mishra has been appointed as Principal Secretary to the Prime Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X