For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা নিয়েও কাজ করেননি এনডিএ ত্যাগী মুখ্যমন্ত্রী! নাইডুকে আক্রমণ মোদীর দলের

সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার পর এবার চন্দ্রবাবু নাইডুকে আক্রমণ করলেন রেলমন্ত্রী পীষূষ গোয়েল। তাঁর মতে এই সিদ্ধান্ত যতটা না প্রকৃত তার থেকে বেশি ভাবপ্রবণ।

  • |
Google Oneindia Bengali News

সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার পর এবার চন্দ্রবাবু নাইডুকে আক্রমণ করলেন রেলমন্ত্রী পীষূষ গোয়েল। তাঁর মতে এই সিদ্ধান্ত যতটা না প্রকৃত তার থেকে বেশি ভাবপ্রবণ। তিনি বলেছেন, নাইডু টাকার জন্য বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি।

টাকা নিয়েও কাজ করেননি এনডিএ ত্যাগী মুখ্যমন্ত্রী! নাইডুকে আক্রমণ মোদীর দলের

রেলমন্ত্রী পীষূষ গোয়েলের অভিযোগ, নতুন করে অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করেছে। ২৫০০ কোটি দেওয়া হলেও অমরাবতীর জন্য কোনও কাজই করেননি চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশ বিষয়টি যতটা না প্রকৃত তার থেকে বেশি আবেগপ্রবণ।

তাঁর রাজ্য সঠিক টাকা পাচ্ছে না, চন্দ্রবাবু নাইডুর এই অভিযোগও উড়িয়ে দিয়েছেন গোয়েল। তাঁর দাবি, কেন্দ্রই অন্ধ্রপ্রদেশকে টাকা দিয়ে সাহায্য করেছে।

১৪ তম অর্থ কমিশন বলেছিল একমাত্র উত্তরপূর্ব বাদে কোনও রাজ্যকে যেন বিশেষ মর্যাদা দেওয়া না হয়, তার পরেও কেন্দ্র অন্ধ্রপ্রদেশকে অর্থ সাহায্য করে গিয়েছে। গোয়েলের অভিযোগ, নাইডু সরকারকে টাকা দেওয়া হলেও, কাজের কাজ কিছুই হয়নি।

কোনও কাজেই নাইডু সফল নন। অমরাবতী প্রসঙ্গে গোয়েল বলেন, যদি কেউ অমরাবতী যান, দেখা যাবে কোনও কাজ হয়নি। এখন নাইডু হঠাৎ করে কেন্দ্রকে দোষ দিচ্ছেন। কিন্তু নাইডুকে টাকা দেওয়া হয়েছিল।

অন্যদিকে, চন্দ্রবাবু নাইডু বলেছেন, রাজ্যের বৈধ দাবি আদায়ে তিনি ধর্ম যুদ্ধে নেমেছেন। আর টিডিপির গ্রহণযোগ্যতা তাকার জন্যই জাতীয় পর্যায়ের দলগুলি টিডিপির অনাস্থা প্রস্তাব সমর্থন করেছে।

মোদী সরকারে, যোগ দেওয়া প্রসঙ্গে চন্দ্রবাবু বলেছেন, রাজ্য ভাগ হওয়ার পর রাজ্যের অধিকারকে মর্যাদা দিতেই তিনি এনডিএতে যোগ দিয়েছিলেন। কিন্তু চার বছর অপেক্ষার পরও রাজ্যের প্রতি কেন্দ্র সদয় হয়নি বলে অভিযোগ করেছেন নাইডু।

English summary
Piyush Goyal says, Naidu's decision to pulling out of the NDA was more sentimental than factual.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X