For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তরুণীর ফেসবুক পোস্টেই বাজিমাত, গ্রেফতার 'বিকৃতমনষ্ক' ইভটিজার!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ আগস্ট : দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণী ফেসবুকে নিজের ইভটিজারের ছবি পোস্ট করার ২০ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। [দিল্লি আছে দিল্লিতেই! ধর্ষণ দ্বিগুণ, শ্লীলতাহানি পাঁচগুণ বেড়েছে এক বছরে]

তরুণীর অভিযোগ ছিল পশ্চিম দিল্লির তিলকনগর এলাকায় এক বিকৃত মানসিকতার যুবক তাকে হেনস্থা করে। সে পুলিশের কাছে অভিযোগ জানাবে বলা সত্ত্বেও যুবকের আচরণে কোনও তফাৎ আসেনি। বরং তরুণী ছবি তোলার হুমকি দিলে ছবি তোলার জন্য পোজ দিতে থাকে ওই যুবক।

তরুণীর ফেসবুক পোস্টেই বাজিমাত, গ্রেফতার 'বিকৃতমনষ্ক' ইভটিজার!

গোটা ঘটনাটি পুলিশের কাছে অভিযোগ হিসাবে জানায় ওই তরুণী। এরপর ইভটিজারের ছবি ফেসবুকে পোস্ট করে দেন তিনি। যা খুব শীঘ্রই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

পুলিশসূত্রের খবর, অভিযুক্তের নাম সরবজিৎ সিং (২৬)। সোমবার দুপুরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারা (যৌন হেনস্থার জন্য শাস্তি) এবং ৫০৯ ধারায় (শব্দ, ভঙ্গিমা অথবা কর্ম যার ফলে মহিলার মর্যাদার অপমান করা হয়) অভিযোগ দায়ের করা হয়েছে।

<strong>ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা</strong>ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একাদশ শ্রেণীর ছাত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

তরুণী ইংরাজি সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। তার জন্য ৫০০০ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ৮ টা নাগাদ থানায় অভিযোগ দায়ের করা হয়। সোমবার দুপুরের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নিজের অভিযোগে তরুণী জানিয়েছে তিলক মার্গের ট্রাফিক সিগন্যালের কাছে সরবজিৎ তাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকে। সরবজিতের মোটরবাইকের নম্বর প্লেটের ছবি নেয় তরুণী। যখন সে তার ছবি তুলতে যায়, কোনও তোয়াক্কা না করে ছবির জন্য পোজ দিতে শুরু করে সরবজিৎ। পুলিশের কাছে বিষয়টি জানানো হবে বলা সত্ত্বেও কোনও হেলদোল ছিল না তার আচরণে। যদিও পরে সে চলে য়ায়।

টুইটারে তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

English summary
'Pervert' held after Delhi University girl 'exposes' him on Facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X