For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই পুলিশের অনুমতি প্রয়োজন, নয়ত সিবিআইকে কোয়ারেন্টাইনে পাঠানোর হুমকি‌ মুম্বইয়ের মেয়রের

Google Oneindia Bengali News

বিহার আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে পাঠানোর পর ফের আরও একবার সরব হল বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিএমসি এবার সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে যাচ্ছে। সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে সুশান্ত কাণ্ডের তদন্তের জন্য সিবিআই অনুমতি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলেন, '‌যে সিবিআই আধিকারিকরা মুম্বইয়ে আসবেন তাদের আগে মুম্বই পুলিশের কাছে অবশ্যই অনুমতি নিতে হবে, কারণ করোনা ভাইরাস মহামারি চলছে দেশে। নতুবা তাদেরও বাধ্যামূলক আইসোলেশনে পাঠানো হবে।’‌

সিবিআইকে কোয়ারেন্টাইনে পাঠানোর হুমকি‌ মুম্বইয়ের মেয়রের


প্রসঙ্গত মুম্বইয়ে বাইরে থেকে আসা মানুষদের জন্য বিএমসি ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধি চালু করেছে। যদিও মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ এখনও সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্তর প্রয়োজন নেই বলেই জানিয়েছেন। নাগপুরে একটি অনুষ্ঠানের পর তিনি বলেন, '‌সুশান্ত মামলাটি এখনও সিবিআইতে যায়নি, মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে এবং ১১ অগাস্টে রায় আসবে। মুম্বই পুলিশ সঠিকভাবে তদন্ত করছে। সিবিআইতে মামলা করার কোনও কারণ নেই।’‌

অন্যদিকে সিবিআই বিহার পুলিশের থেকে সুশান্ত কাণ্ডের তদন্তভার নিজেদের হাতে নিয়েছে। প্রসঙ্গত, বিহার পুলিশের কাছে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেন প্রয়াত অভিনেতার বাবা। এই মামলাটি পুলিশ সুপার নূপুর প্রসাদের অধীনে একটি বিশেষ তদন্ত দল (‌সিট) ‌তদন্ত করবে এবং গুজরাত ক্যাডারের উভয় প্রবীণ আইপিএস অফিসার ডিআইজি গগনদীপ গম্ভীর এবং জয়েন্ট ডিরেক্টর মনোজ শশীধর তদারকি করবেন।

English summary
CBI officials will have to seek permission from the Mumbai Police for the investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X