For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের মতো সিএএ বিরোধী প্রস্তাব পাস করুন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি শরিক দলের

সিএএ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রীতিমত হুঁশিয়ারি দিলেন সমাজবাদী পার্টি নেতা আবু আজমি।

Google Oneindia Bengali News

সিএএ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রীতিমত হুঁশিয়ারি দিলেন সমাজবাদী পার্টি নেতা আবু আজমি। পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো মহারাষ্ট্রেও সিএএ বিরোধী প্রস্তাব পাস করানোর দাবি জানিেয়ছেন তিনি। এই আইন মুসলিমদের ক্ষতি করবে বলেই মনে করেন আবু আজমি।

উদ্ধবকে হুঁশিয়ারি সপা নেতার

উদ্ধবকে হুঁশিয়ারি সপা নেতার

সিএএ-র বিরোধিতায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি দিলেন সমাজবাদী পার্টি নেতা আবু আজমি। তিনি বলেছেন, বাংলা এবং কেরলের মত মহারাষ্ট্রেও সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে হবে। কারণ এই আইনে মুসলিমদের ক্ষতি হবে। জনগণনার আগে যদি মহারাষ্ট্র এনপিআর করা হয় তাহলে তার বিরোধিতা করবেন বলেও জানিয়েছেন আবু আজমি। তিনি বলেছেন এখন এই নিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে, কিন্তু পরে অন্যভাষায় কথা বলতে দ্বিধা বোধ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন আবু আজমি।

সিএএ নিয়ে শরিকি চাপে শিবসেনা

সিএএ নিয়ে শরিকি চাপে শিবসেনা

প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস, এনসিপি এবং সপা বিধায়কদের সমর্থন নিয়েই মহারাষ্ট্রের সরকার গড়েছে শিবসেনা। সিএএ নিয়ে শরিকদের চাপ বাড়তে শুরু করেছে শিবসেনার উপর। সমাজবাদী পার্টি নেতা প্রকাশ্যে উদ্ধব ঠাকরে হুঁশিয়ারি দিয়েছেন সিএএ নিয়ে। অন্যদিকে কংগ্রেসও সিএএ নিেয় শিবসেনার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস সাংসদ মণিশ তিওয়ারি শিবসেনাতে সিএএ নিয়ে সচেতন করেছেন। তিনি বলেছেন সিএএ, এনপিআর এবং এনআরসি তিনটি অত্যন্ত ক্ষতিকারক দেশবাসীর পক্ষে। এনপিআর হলে এনআরসি আর আটকানো যাবে না।

মোদীর সঙ্গে সাক্ষাত উদ্ধবের

মোদীর সঙ্গে সাক্ষাত উদ্ধবের

গত শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই বৈঠকের পরেই মহারাষ্ট্রে সিএএ এবং এনপিআর কার্যকর করা নিয়ে জল্পনা তৈরি হয়েেছ। লোকসভায় সিএএ-র সমর্থনেই বিজেপির পাশে দাঁড়িয়েছিল শিবসেনা।

English summary
Pass anti CAA resolution like Bengal, SP leader warns CM Uddhav Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X