For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অ্যাডভেঞ্চার' চালিয়ে গেলে চরম মাশুল দিতে হবে পাকিস্তানকে, হুঁশিয়ারি জেটলির

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জটু
নয়াদিল্লি, ৯ অক্টোবর: সীমান্তে 'অ্যাডভেঞ্চার' বন্ধ না করলে চরম মাশুল দিতে হবে পাকিস্তানকে। কাশ্মীর সীমান্তে ভারতের পাল্টা জবাবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।

গত কয়েকদিন ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে নিয়মিত হামলা চালাচ্ছে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে উড়ে আসছে গোলাগুলি। প্রথম দিকে ভারত সংযম দেখায়। কিন্তু তার পরও হামলা না থামায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পাল্টা জবাব দিতে শুরু করে সেনা।

এ দিন অরুণ জেটলি বলেন, "পাকিস্তান আগ্রাসন চালাচ্ছে। কিন্তু ওদের মনে রাখতে হবে পাল্টা জবাব দিতে আমরা সমর্থ। পাকিস্তান যদি এ ধরনের অ্যাডভেঞ্চার চালিয়ে যায়, তা হলে ওদের চরম মাশুল গুনতে হবে।" পাকিস্তানের সঙ্গে কথা বলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, "সীমান্তে যখন গোলাগুলি চলছে, তখন কথা বলার কোনও মানে হয় না।"

সেনাবাহিনী ও বিএসএফের প্রশংসা করে তিনি বলেছেন, "বিনা প্ররোচনায় পাকিস্তানি হামলার মুখে আমাদের ছেলেরা ভালো কাজ করছে।"

এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও বলেছেন, ভারত কারও সামনে মাথা নীচু করবে না। পাকিস্তানি আক্রমণের যোগ্য জবাব দেওয়া হচ্ছে।

English summary
Pakistan will have to pay a heavy price for its adventurism, warns Arun Jaitley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X