For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও আগ্রাসন হলে জবাব! আর যা হুঁশিয়ারি দিল পাকিস্তান

কাশ্মীরে ঘোরালো পরিস্থিতির মধ্যে ভারতীয় বাহিনী জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে। যদিও ভারতের এই দাবি মানতে রাজি নয় পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে ঘোরালো পরিস্থিতির মধ্যে ভারতীয় বাহিনী জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিয়েছে। যদিও ভারতের এই দাবি মানতে রাজি নয় পাকিস্তান। হুঁশিয়ারি
দিয়ে ইমরানের দেশ বলেছে, আগ্রাসনের মতো কোনও পরিস্থিতি তৈরি হলে জবাব দেওয়া হবে।

কোনও আগ্রাসন হলে জবাব! আর যা হুঁশিয়ারি দিল পাকিস্তান

পাকিস্তানের অভিযোগ মানবাধিকার লঙ্ঘন করেছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে জনবসতি লক্ষ্য করে ক্লাস্টার বোমা ফেলার অভিযোগ তারা করেছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরেই পাকিস্তানের তরফে থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

ভারতীয় বাহিনী শনিবারই পাকিস্তানের মাটিতে ক্লাস্টার বোমা ফেলার খবর অস্বীকার করে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অভিযানে নিয়ন্ত্রণ রেখায় ভারতের দিকে ঢুকতে চেষ্টা করা বহু অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে।

পাকিস্তানে ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক, বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, অভ্যন্তরীণ মন্ত্রী ব্রিগেডিয়ার(অবসরপ্রাপ্ত) ইয়াজ শাহ, তিন বাহিনীর প্রধান, আইএসআই প্রধান এবং অন্য আধিকারিকরা।

এই বৈঠকের পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়, পাকিস্তান নিজের অবস্থানে অনড় থেকে ভারতের যে কোনও আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত। এছাড়াও কাশ্মীরের মানুষদের প্রতি রাজনৈতিক, মানসিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাবে। পাকিস্তানের দাবি কাশ্মীর সমস্যা দীর্ঘদিনের আন্তর্জাতিক সমস্যা। ভারতের কাছে এই সমস্যা সমাধানের জন্য আহ্বানও জানিয়েছে তারা।

English summary
Pakistan warns, as they are ready to respond any misadventure by India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X