For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যেভাবে কাশ্মীরে আশান্তির ছক কষছে পাকিস্তান, চ্যালেঞ্জের জন্য তৈরি ভারতও

Google Oneindia Bengali News

পাকিস্তান গত কয়েক বছর ধরে চোরাচালানের পথ বের করেছে কাশ্মীর উপত্যকার বুকে। আর সেই পথ ধরেই কাশ্মীরে অস্ত্র, ড্রাগ পাচার করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে পাকিস্তান। এই বিষয়ে দক্ষিণ এশিয়া গণতান্ত্রিক ফোরাম জানিয়েছে, গত কয়েক মাসে পাকিস্তানের এই প্রচেষ্টার পর্দা বারবার ফাঁস হয়েছে।

নতুন চ্যালেঞ্জের মুখে ভারত

নতুন চ্যালেঞ্জের মুখে ভারত

পাকিস্তানের সন্ত্রাসবাদ এবার নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ভারতীয় সেনাকে৷ পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো যে অক্ষত তা উল্লেখ করে বিএসএফ-র তরফ থেকে জানানো হয়েছে , জম্মু-কাশ্মীর এলাকায় ড্রোনের মাধ্যমে এখন অস্ত্র সরবরাহের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান৷ সেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ রোখা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷

তৈরি আছে সেনা

তৈরি আছে সেনা

সীমান্ত সুরক্ষা বাহিনীর জম্মু সীমান্তের ইন্সপেক্টর জেনেরাল এনএস জামওয়াল বলেছেন, সমস্ত সুরক্ষা সংস্থাগুলি নতুন সুরক্ষা চ্যালেঞ্জের জন্য তৈরি আছে এবং শত্রু বাহিনীর সন্ত্রাসের নকশাগুলি রদ করার জন্য কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, তিনি আরএস পুরা সেক্টরের অর্নিয়া অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে দু'টি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ১০০ রাউন্ড সহ কোটি টাকার ৬২ কেজি হেরোইন উদ্ধার করার বিষয়ে আজ তিনি সাংবাদিকদের বলেন৷

পাকিস্তানে সন্ত্রাসের পরিকাঠামো অক্ষত রয়েছে

পাকিস্তানে সন্ত্রাসের পরিকাঠামো অক্ষত রয়েছে

এরপরেই তিনি জানান, পাকিস্তানে সন্ত্রাসের পরিকাঠামো যে অক্ষত রয়েছে, তা অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা ও সীমান্তে গুলি চালানোর ঘটনার মতো বর্ধিত কর্মকাণ্ড থেকে বোঝা যায়। তিনি বলেন , ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ এখন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে৷

সজাগ রয়েছে ভারত

সজাগ রয়েছে ভারত

জামওয়াল আরও বলেন , 'আমরা সজাগ রয়েছি এবং এর মোকাবিলার জন্য পালটা ব্যবস্থা নেওয়ার কাজ চলছে৷ এই জাতীয় ক্রিয়াকলাপ প্রথম পঞ্জাবে ঘটেছিল এবং পরে জম্মু ও কাশ্মীরে তা ঘটতে দেখা যায়। এই বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং গত কয়েক মাসে সফলভাবে এই জাতীয় দু'টি প্রচেষ্টা বানচাল করা হয়েছে।'

পাকিস্তানের ড্রোন চাল বানচাল

পাকিস্তানের ড্রোন চাল বানচাল

উল্লেখ্য, ২০ জুন সীমান্ত সুরক্ষা বাহিনী কাঠুয়া জেলার রথুয়া গ্রামে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি হেক্সা ড্রোনকে গুলি করে নিচে নামায়৷ সেখান থেকে অ্যামেরিকান এম ৪ আধা-স্বয়ংক্রিয় কার্বাইন ও সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে৷ গত সপ্তাহে রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখার কাছে ড্রোনে অস্ত্রসহ তিন লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

<strong>মুর্শিদাবাদ-কেরলে বসেই দিল্লি-কাশ্মীরে হামলার ছক কষছিল জঙ্গিরা! তদন্ত জারি এনআইএ-র</strong>মুর্শিদাবাদ-কেরলে বসেই দিল্লি-কাশ্মীরে হামলার ছক কষছিল জঙ্গিরা! তদন্ত জারি এনআইএ-র

English summary
Pakistan trying to create unrest in Kashmir by smuggling arms, terrorists, drugs across LoC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X