For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানি গোলায় মৃত ১ মহিলা, ক্ষতিগ্রস্ত জম্মুর আর্নিয়া সাবসেক্টরের পুরনো একটি গায়েত্রী মন্দির

সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণ চলছেই। জম্মুর আর্নিয়া সাব সেক্টরে গায়েত্রী মন্দির পাকিস্তানি রেঞ্জার্সদের গোলায় ক্ষতিগ্রস্ত। এর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। গোলায় এক মহিলারও মৃত্যু

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণ চলছেই। জম্মুর আর্নিয়া সাব সেক্টরে গায়েত্রী মন্দির পাকিস্তানি রেঞ্জার্সদের গোলায় ক্ষতিগ্রস্ত। এর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। গোলায় এক মহিলারও মৃত্যু হয়েছে।

পাকিস্তানি গোলায় মৃত ১ মহিলা, ক্ষতিগ্রস্ত জম্মুর আর্নিয়া সাবসেক্টরের পুরনো একটি গায়েত্রী মন্দির

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানি রেঞ্জার্সরা গোলাগুলি শুরু করার পর থেকে সন্ত্রস্ত এলাকার বাসিন্দারা। এরকমই একটি গোলা আর্নিয়ার গায়েত্রী মন্দিরের ওপর গিয়ে পড়ায় তা ক্ষতিগ্রস্তহয়। অপর একটি গোলা আর্নিয়া শহরে গিয়ে পড়ে। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

পাকিস্তানি গোলায় মৃত ১ মহিলা, ক্ষতিগ্রস্ত জম্মুর আর্নিয়া সাবসেক্টরের পুরনো একটি গায়েত্রী মন্দির

বৃহস্পতিবার থেকে পাকিস্তানি গোলাগুলি শুরু হওয়ার পর আর্নিয়া সাব সেক্টরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দুই। দ্বিতীয় প্রাণহানির ঘটনাটি ঘটে রবিবার ভোরে। পাকিস্তানের গোলায় স্থানীয় এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মহিলার স্বামী এবং পুত্রবধূ গুরুতব আহত হয়েছেন। গোলায় অপর একটি পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

আরএস পুরা সেক্টরের এসডিপিও সুরিন্দর চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানি গোলায় মন্দিরের ছাদের ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরেই রয়েছে আইবি অফিস।

পাকিস্তানি গোলায় মৃত ১ মহিলা, ক্ষতিগ্রস্ত জম্মুর আর্নিয়া সাবসেক্টরের পুরনো একটি গায়েত্রী মন্দির

বিনা প্ররোচনায় পাকিস্তানি রেঞ্জাররা গুলি চালিয়েছে বলে অভিযোগ বিএসএফের। গুলিতে এক বিএসএফ কনস্টেবলের মৃত্যু হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। গুলিতে দুই পাকিস্তানি সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

শনিবার ভারতের ছয় থেকে আটটি পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি রেঞ্জাররা গোলা নিক্ষেপ করে। সেই সময় আর্নিয়ার গায়েত্রী মন্দিরের ওপর গোলা গিয়ে পড়ে। গায়েত্রী মন্দির জম্মু ও কাশ্মীরের প্রাচীন একটি লক্ষ্মী মন্দির।

English summary
Pakistan shelling damages gayatri temple near arnia sub sector of rs pura sector. Pak shelling was started on thursday. On Sunday a woman died and two of the same family injured by this shelling.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X