For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সন্ত্রাসের পৃষ্ঠপোষক পাকিস্তান', শরিফের বক্তব্যের পাল্টা দিল ভারত

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ অক্টোবর : রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আর তার পাল্টা হিসাবে আরও কড়া অবস্থান নিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে ঘুরিয়ে একহাত নেওয়া হল প্রতিবেশীদের।

কাশ্মীরের সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করে নওয়াজ শরিফ রাষ্ট্রপুঞ্জকেও একহাত নেন। ভারতকে কাশ্মীরে বিদেশি শক্তি হিসাবে উদ্ধৃত করে তিনি জানান, কাশ্মীরকে দাবিয়ে রেখেছে বিদেশি শক্তি।

'সন্ত্রাসের পৃষ্ঠপোষক পাকিস্তান', শরিফের পাল্টা দিল ভারত

এদিন তার পাল্টা বক্তব্য পেশ করল ভারতও। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে জানান, সন্ত্রাসের মুখ্য পৃষ্ঠপোষক হল পাকিস্তান। নিজের নীতির জন্যই তাদের এই হাল।

রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে কাশ্মীরকে ভারত জোর করে আটকে রেখেছে বলে দাবি করেন নওয়াজ শরিফ। কাশ্মীর দখল নিয়ে একহাত নেন ভারতকে। এবিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, দখলদারির কথা ঠিকই বলেছেন শরিফ। তবে দখলদারি জারি রেখেছে পাকিস্তান। ফলে অবিলম্বে তাদের কাশ্মীর ত্যাগ করা উচিত বলেও টুইট করেন তিনি।

এখানেই না থেমে তিনি জানিয়েছেন, প্রতিবেশীদের অযথা দোষারোপ না করে নিজের দেশে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া বন্ধ করুক পাকিস্তান। বিকাশ স্বরূপের এই বক্তব্য কেন্দ্রের মন্তব্য বলেই জানা গিয়েছে। এরপরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে এবিষয়ে সরাসরি নিজের বক্তব্য পেশ করবেন।

English summary
Pakistan prime sponsor of terror: India hits back after Sharif's speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X