For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ুসেনা পাইলটকে ফেরাতে হবে, পাক ডেপুটি হাই কমিশনারকে তলব করে কড়কে দিল কেন্দ্র

এদিন দিল্লি স্থিত পাকিস্তানি ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান ভারতীয় বায়ুসেনা পাইলটকে আটকে রেখেছে বলে দাবি করেছে। তিনি সত্যিই পাকিস্তানের কব্জায় কিনা তা খোঁজ করে তাঁকে ছাড়িয়ে আনতে ততপর হয়েছে ভারত। এদিন বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রবীশ কুমার সাফ জানান, পাকিস্তান ভারতে বিমান নিয়ে উড়ে এলে তা প্রতিহত করা হয়েছে। তবে ভারতের একজন যে বায়ুসেনা নিখোঁজ হয়েছেন তাঁর খোঁজে তল্লাশি চলছে।

পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে তলব, তড়িঘড়ি ছুটলেন সাউথ ব্লকে

সবমিলিয়ে যুদ্ধের আবহ সারা দেশে। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান ফের একবার আলোচনায় বসার বার্তা দিয়েছেন। এদিকে পাকিস্তান যে ভারতকে শিক্ষা দেওয়ার ভুয়ো দাবি করছে তা নস্যাত করে দিয়েছে ভারত সরকার।

নিখোঁজ বায়ুসেনা পাইলটকে নিয়ে উত্তাপ বাড়ছে। সব মিলিয়েই এদিন দিল্লি স্থিত পাকিস্তানি ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। ডেপুটি পাক হাই কমিশনার সঈদ হায়দর শাহকে সাউথ ব্লকে তলব করা হয়। বিদেশ মন্ত্রক তাঁর সঙ্গে কথা বলেছে। যদি বায়ুসেনা পাইলট পাকিস্তানে থাকে তাহলে তাঁকে ফেরাতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে।

এর আগে পুলওয়ামা হামলার পরও পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল। কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করে কড়া বার্তা ইসলামাবাদকে দিয়েছিল নয়া দিল্লি। এদিনও একপ্রকার ডেকে সমঝে দেওয়া হয়েছে বলে খবর।

English summary
Pakistan deputy high commissioner Syed Haider Shah summoned by MEA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X