For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাঠানকোটের মতো আরও হামলা হবে', খোলাখুলি 'ওয়ার্নিং' পাক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : পাঠানকোটের মতো আরও অনেক হামলা হবে, খোলাখুলি হুমকি এবার পাক জঙ্গি হাফিদ সঈদের। আর এরই জেরে আরও একবার ভারত-পাক আলোচনা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি জনসভায় বুধবার হাফিজ পাঠানকোটে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ৭ জন বায়ু সেনা জওয়ানের মৃত্যর প্রসঙ্গ টেনে বলে এমন আরও হামলা হওয়ার সম্ভবনা রয়েছে।

'পাঠানকোটের মতো আরও হামলা হবে', খোলাখুলি 'ওয়ার্নিং' পাক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের!

পাঠানকোট হামলার জন্য ভারতের তরফে অভিযোগ তোলা হয়েছে পাক জঙ্গিদের বিরুদ্ধেই। প্রমাণ হিসাবে যে তথ্য পেশ করা হয়েছে তাতে প্রমাণ হয়ে গিয়েছে বায়ুসেনা শিবিরে যে ৬ জন হামলা চালিয়েছিল তারা সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে। এর পর থেকেই দিল্লির তরফে কড়া মনোভাব দেখানো হয়। দুই দেশের বিদেশ সচিবদের আলোচনা বসা নিয়ে জটিলতা তৈরি হয়।

২৬/১১ মুম্বই হামলায় মাস্টার মাইন্ড হাফিজ সঈদ। ২০০৮ সালে এই ঘটনায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। মার্কিন সরকার তার জন্য ১০ মিলিয়ন ডলারের মোটা খয়রাত ঘোষণা করলেও এখনও পাকিস্তানে স্বাধীনভাবেই ঘুরে বেড়াচ্ছে হাফিজ।

এদিন হাফিজের খোলা হুমকি ভারত-পাক আলোচনাকে আরও একধাপ জটিল করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হাফিজের হুমকির পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতে অধিকাংশ হামলার ষড়যন্ত্র ও উৎপত্তিই হচ্ছে পাকিস্তানে এবং আমাদের অনুরোধ ইসলামাবাদ যেন সন্ত্রাসবাদ উচ্ছেদের প্রচেষ্টায় অকপট মনোভাব প্রদর্শন করে।

English summary
More Pathankot Style Attacks To Follow, Says Terrorist Hafiz Saeed, public warning by Pak terrorist Hafiz Saeed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X