For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিধুকে মন্ত্রী করার সুপারিশ করে মেসেজ করেছিলেন পাক-প্রধানমন্ত্রী নিজে! বিস্ফোরক ক্যাপ্টেন

ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। আর এই অবস্থায় কার্যত বোমা ফাটালেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। কার্যত তাঁর ছোঁড়া 'বোমার আঘাতে আহত' কংগ্রেস নেতা তথা প্রাক্তন খেলোয়ার নভজ্যোত সিং সিধু।

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাব নির্বাচনকে (Punjab Assembly Election 2022) কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। আর এই অবস্থায় কার্যত বোমা ফাটালেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। কার্যত তাঁর ছোঁড়া 'বোমার আঘাতে আহত' কংগ্রেস নেতা তথা প্রাক্তন খেলোয়ার নভজ্যোত সিং সিধু।

বিস্ফোরক ক্যাপ্টেন

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে অমরিন্দর সিংয়ের এহেন অভিযোগ ঘিরে সরগরম সে রাজ্যের রাজ্য-রাজনীতি।

বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক

আজ সোমবার বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে তাঁর মন্ত্রিসভাতে সিধুকে জায়গা করে দেওয়ার আবেদন করেন।

আর এই মর্মেই তাঁর কাছে একটি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তরফে মেসেজ এসেছিল বলেও দাবি। আর সেখানে স্পষ্ট ছিল, বন্ধু সিধুকে মন্ত্রিসভাতে জায়গা করে দিলে কৃতজ্ঞ থাকবেন।

বিস্ফোরক প্রাক্তন কংগ্রেস নেতা

প্রাক্তন কংগ্রেস নেতা এদিন আরও বলেন, ওই মেসেজে ইমরান খান সিধুকে তাঁর পুরানো বন্ধু হিসাবে দাবি করেন। তবে মন্ত্রিসভাতে যদি সিধু ঠিক মতো কাজ না করতে পারে তাহলে বার করে দেওয়ার কথাও পাক প্রধানমন্ত্রী তাঁকে জানান বলে বিস্ফোরক দাবি।

তবে অমরিন্দর সিং এদিন আরও বলেন, ইমরান খানের এহেন পরামর্শ গ্রহণ করিনা, এমনকি সঙ্গে সঙ্গে তাঁকে মন্ত্রিসভা থেকে বার করে দি বলেও দাবি তাঁর। কারণ হিসাবে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, সিধু কোনও কাজের নয়। কোনও কাজই তাঁকে দিয়ে করা যায় না বলেও দাবি তাঁর।

ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ।

পঞ্জাব নির্বাচনকে সামনে রেখে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। ক্ষমতা রাখার ক্ষেত্রে সিধুর উপরেই অনেকটা ভরসা করছেন রাহুল গান্ধী-সোনিয়া গান্ধীরা। তবে সিধুর সঙ্গে ক্যাপ্টেনের সংঘাত সবারই জানা। কার্যত তাঁর জন্যেই মুখ্যমন্ত্রী পদ পর্যন্ত ছেড়ে দিয়েছেন অমরিন্দর। বিজেপির সঙ্গে জোট বেঁধে সে রাজ্যের নির্বাচনে লড়ছেন প্রাক্তন এই কংগ্রেস নেতা। আর ভোটের মুখেই কার্যত একের পর এক বোমা ফাটালেন অমরিন্দর।

তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা

এহেন মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। একই সঙ্গে কংগ্রেসকেও তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। মালব্যের দাবি, সিধুকে মন্ত্রী করতে পাকিস্তান থেকে সুপারিশ এসেছিল। এরপর তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানানোর জন্যে গান্ধী পরিবারের উপর চাপ আসে। এবার স্পষ্ট হচ্ছে সিধু এবং তাঁর সহযোগীরা কেন পাকিস্তানের প্রসংসা করে!

বড় ভাই বলেও দাবি করেছেন

উল্লেখ্য, একাধিক বার পাকিস্তানে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। ইমরান খানকে নিজের বড় ভাই বলেও দাবি করেছেন। এমনকি দুজনের আলিঙ্গনের ছবিও ভাইরাল হয়েছে। আর এরপরে এহেন বোমা রীতিমত ভোটের আগে বড় বিস্ফোরণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

English summary
Pak PM Imran Khan requested to include Sidhu in Punjab Cabinet, claims Amarindar Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X