For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত' মুক্তি পেল না ৪ রাজ্য়ে, ধুন্ধুমার বিক্ষোভে অগ্নিগর্ভ দেশের বহু এলাকা

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও এনডিএ নেতৃত্বাধীন বিহারে মক্তি পেল না সঞ্জয় লীলা বনসালীর ছবি 'পদ্মাবত'।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও এনডিএ নেতৃত্বাধীন বিহারে মক্তি পেল না সঞ্জয় লীলা বনসালীর ছবি 'পদ্মাবত'। ফিল্ম ঘিরে ক্ষোভের জেরে এই রাজ্যগুলির মাল্টিপ্লেক্স মালিকেদর অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, তাদের হল-গুলিতে ছবি মুক্তি হবে না।

ছবির মুক্তির প্রতিবাদে রাজপুত কার্নি সেনা গতকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে। ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় দেশের বহু এলাকাতেই অশান্তি ছড়িয়ে পড়ে বিক্ষোভের। বিক্ষোভকারীরা রেয়াত করেনি ছোটদের স্কুল বাসকেও। একই দৃশ্য দেখা যাচ্ছে 'পদ্মাবত' ছবির মুক্তির দিনেও।

বিহারে তলোয়ার নিয়ে বিক্ষোভ

বিহারের মুজাফফর নগরে রীতিমত অস্ত্র নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে রাজপুত কর্নি সেনা। ছবি মুক্তি ঘিরে ব্য়াপকভাবে বিপর্যস্ত এই এলাকা।

গুরুগ্রামের অবস্থা

হরিয়ানার গুরুগ্রামে গতকাল কার্নি সেনার তাণ্ডবের জেরে ক্ষতিগ্রহস্ত হয় বহু বাস। এমনকি শিশুদের স্কুল বাসকেও রেয়াত করা হয়নি। বাসের মধ্যেই আতঙঅকিত হয়ে পড়ে স্কুলের শিশুরা।

মধ্যপ্রদেশে গাড়ি জ্বালানো হল

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত । সেখানে বিক্ষোভকারীরা ২ টি গাড়িতে অগ্নি সংযোগ ঘটনায়। ঘটনায় গ্রেফতার হয়েছে ২ জন।

চিতোরগড়ে নিরাপত্তা

পদ্মাবত নিয়ে চিতোরগড়ে ২৪ জানুয়ারি থেকে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। বন্ধ করা হয় দূর্গ । ছবি মুক্তির দিন অর্থাৎ ২৫ জানুয়ারিও সকাল থেকে আঁটোসাটো নিরাপত্তা ছিল চিতোরগড়ে ।

তেলাঙ্গানায় নিরাপত্তা


দেশের বিভিন্ন প্রান্তে পদ্মাবত ঘিরে চরম অশান্তির জেরে নিরাপত্তা কড়া , করে দেওয়া হয়েছে তোলাঙ্গানাতে।

রাজস্থানে কার্নি সেনার মিছিল

এদিকে, ছবি বন্ধের দাবিতে রাজস্থানে কার্নি সেনা সকাল থেকে বাইক মিছিলে বের হয়।

English summary
Padmaavat faces a total blackout on the day of its scheduled release on Thursday in at least four big states — Madhya Pradesh, Rajasthan, Gujarat and Bihar — with cinema and multiplex owners firm against screening the movie. In Uttar Pradesh, another big territory for Hindi films, cinema owners are in a dilemma.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X