For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআইয়ের নোটিশ বৈধতা নিয়ে প্রশ্ন চিদম্বরমের আইনজীবীর, সম্মুখ সমরে চ্যালেঞ্জ

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়ির বাইরে নোটিশকে অবৈধ বলে জানালেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং খুরানা।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়ির বাইরে নোটিশকে অবৈধ বলে জানালেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং খুরানা। তিনি সিবিআই-কে ওই নোটিশ প্রসঙ্গে লিখেছেন, যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন চিদম্বরম।

সিবিআইয়ের নোটিশ বৈধতা নিয়ে প্রশ্ন চিদম্বরমের আইনজীবীর

চিদাম্বরমের আইনজীবীর দাবি, চিদম্বরমজির সম্পূর্ণ আস্থা রয়েছে আইনের উপর। তাই তিনি আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর আগাম জামিন চেয়ে ২০ আগস্টই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। তাঁরা আশাবাদী শীর্ষ আদালত তাঁদের আবেদন মঞ্জুর করবে।

উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে দেওয়ায় গভীর অস্বস্তিতে পড়েন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। ফলে তাঁর যে গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সিবিআইয়ের লুক আউট নোটিশে আরও বেড়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়িতে দু-ঘণ্টার মধ্যে হাজিরার নোটিশ দেয় সিবিআই।

তার আগে সিবিআই দফতরের আধিকারিকরা গিয়েছিলেন চিদম্বরমের দিল্লির জোড়বাগের বাড়িতে। কিন্তু তিনি বাড়ি ছিলেন না। অপেক্ষা করার পর সিবিআইয়ের আধিকারিকরা ফিরে আসেন। এরপরই বাড়িতে তাঁরা চিদম্বরমের নামে লুক আউট নোটিশ জারি করে। তবে দু-ঘণ্টার ডেডলাইন পেরিয়ে গেলেও হাজিরা দেননি চিদম্বরম। এরপর চিদম্বরমের আইনজীবী পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সিবিআইকে। উল্লেখ্য, দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন খারিজ হয়ে যাওয়ার পরই তিনি সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেন।

English summary
P Chidambaram’s Lawyer writes to CBI after CBI had put up a notice outside Chidambaram's residence. Central Bureau of Investigation issues Look out Notice to former finance minister P Chidambaram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X