For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাহিদার ঘাটতিই কারণে ধাক্কা খাচ্ছে দেশের উ‌ৎপাদনশীলতা, বলছে রিপোর্ট

ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্সের সমীক্ষা বলছে চাহিদার ঘাটতির কারণেই কমছে দেশের উৎপাদনশীলতা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের উৎপাদনশীলতা ৫১.‌ ৪ হয়ে রয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্সের সমীক্ষা বলছে চাহিদার ঘাটতির কারণেই কমছে দেশের উৎপাদনশীলতা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশের উৎপাদনশীলতা ৫১.‌ ৪ হয়ে রয়ে গিয়েছে। অগস্ট মাসেও একই ছিল অবস্থা। তারপর থেকে আর এর কোনও পরিবর্তন হয়নি। একই রয়ে গিয়েছে্য সেটাই দুশ্চিন্তার মূল কারণ।

চাহিদার ঘাটতিই কারণে ধাক্কা খাচ্ছে দেশের উ‌ৎপাদনশীলতা, বলছে রিপোর্ট

সংস্থার সমীক্ষা বলছে শুধু দেশের বাজারেই নয় বিদেশের বাজারেও ভারতীয় সামগ্রির চাহিদা কমেছে। সেকারণে উৎপাদনশীলতাও কমতে শুরু করেছে। বিনিয়োগও কম আসছে। ২০১৯-২০ আর্থিক বর্ষে উৎপাদনশীলতা আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৭ এবং ২০১৮ সালেও এতোটা কম ছিল না দেশের উৎপাদনশীলতা।

তারই প্রভাব পড়ছে বিনিয়োগে। সেই নিরিখে ভারতের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলাদেশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল উৎসবের মরশুমেও চাহিদায ঘাটতি রয়ে গিয়েছে। যা কপালে ভাঁজ ফেলেছে বিনিয়োগকারীদের‌। অনেকেই এই মন্দার বাজারে বিনিয়োগে ভয় পাচ্ছেন। বাণিজ্যনীতি শীথিল করেও লাভ হচ্ছে না। একের পর এক ঘাটতি প্রকাশ্যে আসতে শুরু করেছে।

ভারত নয় আর্থিক সমৃদ্ধিতে এগোচ্ছে বাংলাদেশ, বলছে রিপোর্টভারত নয় আর্থিক সমৃদ্ধিতে এগোচ্ছে বাংলাদেশ, বলছে রিপোর্ট

English summary
Overall demand slowdown subdued India's manufacturing sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X