For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশের আমরোহাতে ৫০ টির বেশি গরুর রহস্য মৃত্যু, তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর এলাকায় এক গোশালায় রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ৫০টির বেশি গরুর। বৃহস্পতিবার গরুগুলির মৃত্যুর পর রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নিয়ে তদন্তের নির্দেশ দেন এবং পশুপালন মন্ত্রী ধরম পাল সিংকে আমরোহাতে যাওয়ার নির্দেশ দেন।

উত্তরপ্রদেশের আমরোহাতে ৫০ টির বেশি গরুর রহস্য মৃত্যু

আমরোহার জেলা শাসক বিকে ত্রিপাঠি সংবাদমাধ্যমের কর্মীদের জানান যে বৃহস্পতিবার সন্ধ্যায় পশুখাদ্য খাওয়ার পর গরুগুলি অসুস্থ হয়ে পড়ে। এই খবর জানার পর পশুপালন বিভাগ ও পশু চিকিৎসকরা ওই গোশালায় গরুদের চিকিৎসা করতে দ্রুত পৌঁছান। এসপি আদিত্য লাঙ্গে পরে নিশ্চিত করেন যে ৫০টির বেশি গরু গোশালায় মারা গিয়েছে। জেলা শাসক জানিয়েছেন যে গোশালার পরিচালকরা পশুখাদ্য যার থেকে নেয় তার নাম তাহির। ওই বষক্তির নামে অভইযোগ দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার থেকে টুইটে বলা হয়েছে, '‌গ্রাম কল্যাণ অধিকর্তা, যিনি গোশালার দায়িত্বে ছিলেন, তাঁকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ রাজ্যের পশু পালন মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে।'‌ অন্য একটি টুইটে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী অসুস্থ গরুর চিকিৎসার জন্য পশু চিকিৎসকদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ঘটনার জন্য যারা দোষী তাদের রেহাই দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত বছরই ভারতের প্রথম রাজ্য হিসেবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গরুর জন্য চালু হয়েছে অ্যাম্বুলেন্স সেবা। গরুদের পরিষেবার জন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য অনুরোধ জানানোর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একজন পশুচিকিৎসক, দুজন সহকারীসহ একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যাবে। পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে আটটি জেলায় এই পরিষেবা চালু হয়।

ফের নগ্ন হওয়ার প্রস্তাব রণবীর সিংকে, আবারও কি সাহসী অবতারে ধরা দেবেন অভিনেতা ফের নগ্ন হওয়ার প্রস্তাব রণবীর সিংকে, আবারও কি সাহসী অবতারে ধরা দেবেন অভিনেতা

English summary
over 50 cows died in mysterious circumstances in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X