For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবহাওয়ার বাধায় কৈলাস মানস সরোবর যাত্রায় বিঘ্ন! আটকে বহু পূণ্যার্থী

খারাপ আবহাওয়ার কারণে কৈলাস মানস সরোবর যাত্রায় বিঘ্ন। প্রায় ১৫০০ যাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কারণে পূণ্যার্থীরা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

খারাপ আবহাওয়ার কারণে কৈলাস মানস সরোবর যাত্রায় বিঘ্ন। প্রায় ১৫০০ যাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কারণে পূণ্যার্থীরা আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।

আবহাওয়ার বাধায় কৈলাস মানস সরোবর যাত্রায় বিঘ্ন! আটকে বহু পূণ্যার্থী

নেপালে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, সিমিকোটে ৫২৫, হিলসায় ৫৫০ এবং তিব্বতের দিকে আরও প্রায় ৫০০ জন পূণ্যার্থী আটকে পড়েছেন। মিশনের তরফ থেকে সব ট্যুর অপারেটরদের তিব্বতের দিকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। কেননা নেপালের দিকে মেডিকেল-সহ অন্য পরিষেবা পর্যাপ্ত নয়।

মিশনের তরফ থেকে ট্যুর অপারেটরদের বলা হয়েছে হিলসায় পরিস্থিতি পরিচ্ছন্ন রাখতে। মিশনের তরফ থেকে নেপালের সেনাবাহিনীর সাহায্যও চাওয়া হয়েছে।

আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে একাধিক সম্ভাবনার কথা চিন্তা করা হয়েছে। যদিও খারাপ আবহাওয়ার কারণে কোনও সম্ভাবনাই এখন লাগু করার উপায় নেই।

নেপালে ভারতীয় দূতাবাসের তরফে তীর্থযাত্রী এবং তাঁদের পরিবারের যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে। নম্বরগুলি হল,
+977-9851107006
+977-9851155007
+977-9851107021
+977-9818832398
এবছরে কৈলাস মানস সরোবর যাত্রা হওয়ার কথা ৮ জুন থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। বিদেশ মন্ত্রকের তরফে এই যাত্রার আয়োজন করা হয়ে থাকে। উত্তরাখণ্ড এবং সিকিম-এই দুই রুট দিয়ে এই যাত্রা সংগঠিত করা হয়ে থাকে।

২০১৬ সালেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় ৫০০ তীর্থযাত্রী নেপালের হিলসা এবং সিমিকোটে
আটকে পড়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা হয়েছিল।

English summary
Over 1,500 pilgrims of Kailash Manasarovar stranded in Nepal due to bad weather conditions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X