For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতের 'ওআরওপি'র পাল্টা জবাব 'ওডোমস'!বিজেপিকে আক্রমণ ওমরের

'ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন'কে এককথায় 'ওআরওপি ' বলা হয়। কিন্তু বিজেপি সভাপতি অমিত শাহ এই শব্দটিকে রাজনৈতিক আঙিনায় অন্যভাবে ব্যবহার করেছেন।

  • |
Google Oneindia Bengali News

'ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন'কে এককথায় 'ওআরওপি ' বলা হয়। কিন্তু বিজেপি সভাপতি অমিত শাহ এই শব্দটিকে রাজনৈতিক আঙিনায় অন্যভাবে ব্যবহার করেছেন। কংগ্রেসকে কটাক্ষ করে অমিতের দাবি, হাত শিবিরেও লাগু হয়েছে 'ওআরওপি ' যার অর্থ 'ওনলি রাহুল,ওনলি প্রিয়ঙ্কা'!

অমিতের ওআরওপির পাল্টা জবাব ওডোমস!বিজেপিকে আক্রমণ ওমরের

অমিত শাহের দাবি, 'বিজেপি সরকার গঠনের সময় এক বছরের মাথায় নিজের প্রতিশ্রুতি রেখে ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন চালু করে মোদী সরকার। মোদীজি আমাদের জওয়ানদের ওআরওপি দিয়েছেন। আর কংগ্রেস দিয়েছে ওনলি রাহুল ওনলি প্রিয়ঙ্কা।' এদিকে,অমিত শাহের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তার পাল্টা জবাব দেন কাশ্মীরের দাপুটে নেতা ওমর আবদুল্লা। তিনি দাবি করেন, 'গোটা দেশ সহ্য করছে ওডোমস নিয়ে।' উল্লেখ্য, ওডোমস বলতে তিনি 'ওভারডোজ অফ ওনলি মোদী ওনলি শাহ' বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, প্রিয়ঙ্কা গান্ধীর রাজনীতিতে প্রবেশ ঘিরে রীতিমত সরগরম দিল্লির রাজনীতি। জাতীয় পর্যায়ে কংগ্রেসের তরফে প্রিয়ঙ্কাকে নয়া তুরুপের তাস বলে মনে করছেন অনেকেই। ফের একবার নেহরু গান্ধী পরিবারের সদস্য উত্তর প্রদেশের রাজনীতিতে পদার্পণ করায় , তা কংগ্রেসকে বাড়তি মাইলেজ দেবে বলেও দাবি অনেকের।

English summary
Amit Shah introduced a new version of OROP or One Rank One Pension as he targeted Congress president Rahul Gandhi and his sister Priyanka Gandhi Vadra at a public meeting in Himachal Pradesh on Monday. Jammu and Kashmir politician Omar Abdullah's swift rebuttal starred another acronym - ODOMOS.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X