For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ১০ টি বিমানবন্দর বন্ধ রাখার পর ফের নয়া নির্দেশ

এদিন সকালে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। পাক এফ ১৬ বিমানকে ধূলিস্যাৎ করে দেয় ভারত।

  • |
Google Oneindia Bengali News

এদিন সকালে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের আকাশ সীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। পাক এফ ১৬ বিমানকে ধূলিস্যাৎ করে দেয় ভারত। এরপরই গোটা উত্তরভারত জুড়ে মোট ১০ টি বিমানবন্দরকে বন্ধ করে দেওয়া হয়। স্তব্ধ হয়ে যায় বিমান পরিষেবা।

ভারতের ১০ টি বিমানবন্দর বন্ধ রাখার পর ফের নয়া নির্দেশ

কাশ্মীরের লে, লাদাখ, শ্রীনগর বিমানবন্দর পর পর বন্ধ করে দেওয়া হয়। গোটা উত্তরভারত জুড়ে আকাশ পথে যাবতীয় বিমান চলাচল বন্ধ থাকে। নিরাপত্তার খাতিরে প্রথমেই হাই অ্যালার্ট জারি করা হয় পঞ্জাবে। অমৃতসর বিমানবন্দরে বন্ধ করা হয় পরিষেবা। বন্ধ হয় সিমলা, দেরাদুন কাঙ্গড়া, কুলু ,মানালির বিমানবন্দর । তবে এবার সেই সমস্ত বিমানবন্দর ফের একবার চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেল দেশজুড়ে বিমান পরিষেবা আপাতত স্বাভাবিক হওয়ার পথে।

[আরও পড়ুন:আকাশপথে জারি পাক নিয়ন্ত্রণ! সম্পূর্ণই এড়িয়ে, ঘুরপথে হবে এয়ার ইন্ডিয়ার পশ্চিমী যাত্রা ][আরও পড়ুন:আকাশপথে জারি পাক নিয়ন্ত্রণ! সম্পূর্ণই এড়িয়ে, ঘুরপথে হবে এয়ার ইন্ডিয়ার পশ্চিমী যাত্রা ]

উল্লেখ্য, শুধু ভারতে নয় পাকিস্তানের একাধিক বিমানবন্দর বন্ধ হতে থাকে। শিয়ালকোট, লাহোর, ফয়জলাবাদ, মুলতানে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। ভারতীয় আকাশসীমায় আন্তর্জাতিক বিমান পরিবহনের ক্ষেত্রেও জটিলতা দেখা দেয়। কারণ পাকিস্তানেপ আকাশ ব্যবহার করেই ভারতীয় আন্তর্জাতিক বিমানগুলিকে মধ্যপ্রাচ্যের দিকে যেতে হয়। আর সেক্ষেত্রেই শুরু হয় জটিলতা।

English summary
Order On Shutdown Of Airports In North India Withdrawn, Flights To Resume.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X