For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কমলা সতর্কতা' জারি মোদীরাজ্য গুজরাতে! কোন আশঙ্কায় এমন হল

ভোট উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে গোটা দেশে ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। দেশের বিভিন্ন অংশে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও গরমের জেরে ক্রমেই হাঁসফাঁসানি বাড়ছে মানুষের।

  • |
Google Oneindia Bengali News

ভোট উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে গোটা দেশে ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। দেশের বিভিন্ন অংশে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও গরমের জেরে ক্রমেই হাঁসফাঁসানি বাড়ছে মানুষের। আর এবার মোদীরাজ্য গুজরাতের তাপমাত্রা প্রবলভাবে বেড়ে যাওয়ায় রাতারাতি 'কমলা সতর্কতা' জারি করতে বাধ্য হল প্রশাসন।

কমলা সতর্কতা জারি মোদীরাজ্য গুজরাতে! কোন আশঙ্কায় এমন হল

গুজরাতের তাপমাত্রা এবার ৪৪ ডিগ্রি ছুঁয়ে ফেলবে মনে করছেন আবহাওয়াবিদরা। বইতে পারে লু। আর তার জন্য গুজরাতবাসীকে সতর্ক করেছে প্রশাসন। ২ দিনের জন্য জারি হয়েছে এই সতর্কতা। পৌরসভা থেকে জল সরবরাহের ব্যবস্থা করে রাখা হয়েছে। কারণ গুজরাতের বিভিন্ন অংশে জলের সমস্যা দেখা যায় গরমের দিনগুলিতে ।

আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে। বইতে পারে লু। গান্ধীনগর, আমেদাবাদ, বনসকণ্ঠাসবরকণ্ঠ, সুরতে তাপমাত্রা ভোট-পারদের সঙ্গেই বাড়তে চলেছে বলে জানানো হয়েছে। শিশু ও বৃদ্ধদের এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

English summary
Orange Alert" Issued In Gujarat Due To Heatwave Conditions, Temperature Likely To Touch 44 Degrees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X