For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন TRS-র, অভিষেক-রাহুলকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা যশবন্তের

বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন TRS-র, অভিষেককে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা যশবন্তের

Google Oneindia Bengali News

আজ রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা মনোনয়ন জমা দিলেন। সঙ্গে ছিলেন টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও। এছাড়াও ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং টিআরএসের কেটি রামারাও। টিআরএস সমর্থন জানিয়েছে যশবন্ত সিনহাকে।

অভিষেককে নিয়ে মনোনয়ন জমা

অভিষেককে নিয়ে মনোনয়ন জমা

আজ মনোনয়ন জমা দেবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তাঁর সঙ্গে যান টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ছেড়ে বেরিয়ে আসার পর টিএমসিতে যোগ দিয়েছিলেন তিনি। একুশের ভোটের আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। দলে সর্বভারতীয় সহ সভাপতির পদ দেওয়া হয়েছিল তাঁকে। তারপর থেকে দলের একাধিক কাজে যোগ দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন শরদ পাওয়ার। সেকারণেই তিনি অভিষেককে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন।

কারা ছিলেন যশবন্তের পাশে

কারা ছিলেন যশবন্তের পাশে

মনোননয়ন পেশের সময় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারও। প্রসঙ্গত উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধীদের প্রার্থী হিসেবে প্রথম পছন্দ ছিলেন শরদ পাওয়ার। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন। বর্ষিয়ান নেতা তাতে রাজি হননি। তারপরেই প্রস্তাব যায় গোপালগান্ধীর কাছে তিনিও সেই প্রস্তাব খারিজ করে দেন। তারপরেই যশবন্ত সিনহাকে প্রার্থী করার জন্য টিএমসি সুপ্রিমোর কাছে প্রস্তাব পাঠানো হয়।

তৃণমূল ত্যাগ

তৃণমূল ত্যাগ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য বিরোধীরা তাঁক প্রস্তাব দিয়েছিলেন। তাতে তিনি সম্মতি জানান। তারপরেই টিএমসি সুপ্রিমোকে টুইটে ধন্যবাদ জানান যশবন্ত সিনহা। এবং আনুষ্ঠানিক ঘোষণার আগেই তিনি টিএমসি ত্যাগ করেন। টুইটে তিনি লিখেছিলেন দেশের স্বার্থে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। যে কদিন তিনি টিএমসিতে ছিলেন অত্যন্ত সম্মানের সঙ্গে কাজ করেছেন। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কাজ করার অনেক সুযোগ করে দিয়েছেন।

টিআরএসের সমর্থন

টিআরএসের সমর্থন

মনোনয়ন পেশের আগেই টিআরএসের সমর্থন পেয়েছেন যশবন্ত সিনহা। আনুষ্ঠানিক ভাবে বিরোধীদের রাষ্ট্রুপতি প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়েছেন কেসিআর। তিনি মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকতে পারবেন না। তাই তাঁর প্রতিনিধি হিসেবে কেটি রামারাওকে পাঠিয়েছেন কেসিআর। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে একাধিক অবিজেপি দল সমর্থন জানিয়েছে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে। তালিকায় রয়েছে বিজেডি এবং বিএসপি।

ছবি সৌ:এএনআই, সংসদ টিভি

বছরের পর বছর অন্ধকারে গ্রাম, দ্রৌপদীর 'ছোঁয়ায়' শেষ পর্যন্ত আসছে বিদ্যুৎ বছরের পর বছর অন্ধকারে গ্রাম, দ্রৌপদীর 'ছোঁয়ায়' শেষ পর্যন্ত আসছে বিদ্যুৎ

English summary
Oppsition Presidencial candidate Yashwant Sinha will file nomination today accompany with Abhishek Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X