For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার মুখে কংগ্রেসে বড় ধাক্কা, বিরোধী দলনেতার ছেলে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে

লোকসভা ভোটের মুখে শিবির বদলের খেলা শুরু হয়ে গিয়েছে। স্বার্থসিদ্ধি না হলেই একদল ছেড়ে অন্যদলে গিয়ে নাম লেখানোর রাজনীতি চলছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের মুখে শিবির বদলের খেলা শুরু হয়ে গিয়েছে। স্বার্থসিদ্ধি না হলেই একদল ছেড়ে অন্যদলে গিয়ে নাম লেখানোর রাজনীতি চলছে। এই অবস্থায় কংগ্রেস বড়সড় ধাক্কা খেল মহারাষ্ট্রে। লোকসভা নির্বাচনের মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার ছেলে কংগ্রেস যোগ দিলেন। লোকসভায় টিকিট না পাওয়ার হতাশা থেকেই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

লোকসভার মুখে কংগ্রেসে বড় ধাক্কা, ‘বিদ্রোহী’ নেতা বিজেপিতে

মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা রাধা কৃষ্ণাণ পাতিল কংগ্রেসের প্রবীণ নেতা। দীর্ঘদিনের বিধায়ক তিনি। তাঁর ছেলে সুজয় পাতিল দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়লেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাত থেকে বিজেপির পতাকা গ্রগণ করলেন তিনি। সুজয়ের বিজেপিতে যোগদানে গেরুয়া শিবির শক্তিশালী হল।

আহমেদনগর থেকে কংগ্রেসের টিকিটে লড়তে চেয়েছিল সুজয়। কিন্তু এই কেন্দ্রটি কংগ্রেস এনসিপিকে ছেড়েছেষ সেই কারণেই দলের প্রতি বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ত্যাগ করলেন এবং যোগ দিলেন শত্রু শিবিরে। উল্লেখ্য, এবার মহারাষ্ট্রে এনসিপির সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। ৪৮ আসনের মধ্যে কংগ্রেস লড়ছে ২৬ কেন্দ্রে আর এনসিপি ২২টি আসনে।

এই কেন্দ্রটি এনসিপিকে ছেড়ে দেওয়ায় সুজন বিদ্রোহ ঘোষণা করে জানান, এই কেন্দ্র থেকে নির্দল হয়ে লড়বেন তিনি। সেই সুযোগটাই নেয় বিজেপি। টোপ গিলে দলবদল করে বিরোধী দলনেতার ছেলে যোগ দেন বিজেপিতে। ফলে লোকসভা নির্বাচনের আগে খানিক শক্তিক্ষণ হল কংগ্রেসের। সুজয়ের যোগদানে বিজেপির একাংশ আপত্তি তোলে। তাঁকে টিকিট দেওয়ার আগে সংগঠনে কাজ করার দাবি তোলেন অনেকে।

English summary
Opponent leader’s son joins in BJP leaving Congress in Maharastra. He wants to be candidate from Congress, but Congress leaves the seats to NCP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X