For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরির সুযোগ তৈরি আর মুদ্রাস্ফীতি! অনেক পিছিয়ে মোদী সরকার, নিউজ নেশনের সমীক্ষা

লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে। তার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই কি থেকে যেতে চলেছে, নাকি আসতে চলেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের দিন ঘোষণা হয়েছে। তার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই কি থেকে যেতে চলেছে, নাকি আসতে চলেছে কংগ্রেস। সম্প্রতি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেসের জয়ে এই প্রশ্ন আরও জোরদার হয়েছে।

চাকরির সুযোগ তৈরি আর মুদ্রাস্ফীতি! অনেক পিছিয়ে মোদী সরকার, নিউজ নেশনের সমীক্ষা

প্রশ্নের উত্তর খুঁজতে নিউজ নেশন ন্যাশনাল ওপিনিয়ন পোলের আয়োজন করেছিল বর্তমান পরিস্থিতিতে মানুষের মতামত জানতে। প্রধানমন্ত্রী পদে কাকে পছন্দ সে প্রশ্নই রাখা হয়েছিল তাদের কাছে।

যেসব প্রশ্ন সাধারণের মধ্যে রাখা হয়েছিল, তাদের মধ্যে রয়েছে,

১) মোদী সরকার কি কালো টাকা ফিরিয়ে আনতে পেরেছে, ৩০ শতাংশ হ্যাঁ বলেছেন, ৫৩ শতাংশ না বলেছেন আর ১৭ শতাংশ কোনও উত্তর দেননি।

২) দেশে অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে সন্তুষ্টি, এক্ষেত্রে সরকারের কাজে প্রতি সমর্থন করেছেন ৫০ শতাংশ, না বলেছেন ৩৫ শতাংশ, কোনও উত্তর দেননি ১৫ শতাংশ।

৩) কৃষকদের আয় বৃদ্ধি নিয়ে সন্তুষ্টি, এক্ষেত্রে হ্যাঁ বলেছে ৪১ শতাংশ, না বলেছেন ৪৫ শতাংশ আর উত্তর দেননি ১৪ শতাংশ মানুষ।

৪) পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি, এক্ষেত্রে ৫৮ শতাংশ বলেছেন হ্যাঁ, ৩১ শতাংশ বলেছেন না এবং ১১ শতাংশ কোনও উত্তর দেননি।

৫) স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সন্তুষ্টি, এক্ষেত্রে ৬০ শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন ৩০ শতাংশ মানুষ আর উত্তর দেননি ১০ শতাংশ মানুষ।

৬) দুর্নীতির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণে সন্তুষ্টি, এক্ষেত্রে হ্যাঁ বলেছেন ৫১ শতাংশ মানুষ, না বলেছেন ৪০ শতাংশ মানুষ। আর উত্তর দেননি ৯ শতাংষ মানুষ।

৭) চাকরির সুযোগ তৈরিতে সন্তুষ্টি, এক্ষেত্রে হ্যাঁ বলেছেন ৪৫ শতাংশ, না বলেছেন ৪৬ শতাংশ আর উত্তর দেননি ৯ শতাংশ।

৮) মুদ্রাস্ফীতি নিয়ে সন্তুষ্টি, এক্ষেত্রে হ্যাঁ বলেছেন ৪৬ শতাংশ মানুষ, না বলেছেন ৪৪ শতাংশ আর কোনও উত্তর দেননি ১০ শতাংশ মানুষ।

৯) দেশের ৪৭ শতাংশ মানুষের পছন্দের প্রধানমন্ত্রীর তালিকায় রয়েছেন নরেন্দ্র মোদী। এক্ষেত্রে রাহুলকে সমর্থন করছেন ৩০ শতাংশ মানুষ।

English summary
Opinion Poll says 46% say Modi govt failed in creating jobs, 44% distressed on issue of inflation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X