For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারি বিজ্ঞাপনে শুধু থাকবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ছবি : সুপ্রিমকোর্ট

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৩ মে : রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখ আর দেখা যাবে না সরকারি বিজ্ঞাপনে। সেখানে স্থান পেতে পারবেন শুধুমাত্র দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি। এদিন এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

বলা হয়েছে, জনস্বার্থে প্রচারিত কোনও সরকারি বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি প্রকাশ করা যাবে না। প্রয়োজনে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ছবি ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে জানানো হয়েছে, সবকটি ক্ষেত্রেই ছবি ব্যবহারের আগে আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি নিতে হবে। একইসঙ্গে, সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে এই নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গড়ার নির্দেশও দিয়েছে আদালত।

সরকারি বিজ্ঞাপনে শুধু থাকবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ছবি : সুপ্রিমকোর্ট


বহুদিন ধরে অভিযোগ ছিল, কেন্দ্র হোক বা রাজ্য, সরকারি কোষাগারের টাকায় নানা বিজ্ঞাপন প্রচার করে রাজনৈতিক সুবিধা আদায় করেন শাসক দলের নেতা-নেত্রীরা। যে দল যখন রাজ্য বা কেন্দ্রে ক্ষমতাসীন থাকে, তারা নিজেদের মতো করে সরকারি বিজ্ঞাপনকে হাতিয়ার করে বিজ্ঞাপন দেয় যাতে আখেরে দলের রাজনৈতিক লাভ হয়।

এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থার পক্ষে বহিঃস্কৃত আপ নেতা তথা আইনজীবী প্রশান্ত ভূষণ মামলাটি করেন। এদিন সেই মামলারই প্রেক্ষিতে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

English summary
Only PM, President, Chief Justice Can Feature in Government Ads, Says Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X