For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজের দাম, দৌড় থামবে কোথায়

একে পেঁয়াজের ঝাঁজ তার উপরে আবার চেপে বসেছে দামের ঝাঁজ। ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে বাঙালির সাধের পেঁয়াজ। শুধু বাংলা নয় এ হাল গোটা দেশের।

Google Oneindia Bengali News

একে পেঁয়াজের ঝাঁজ তার উপরে আবার চেপে বসেছে দামের ঝাঁজ। ১০০ টাকা কেজি দরে বিকোচ্ছে বাঙালির সাধের পেঁয়াজ। শুধু বাংলা নয় এ হাল গোটা দেশের। বাণিজ্য নগরী মুম্বইয়ে পেঁয়াজের দর কেজি প্রতি ৭৫ টাকা। অন্যদিকে পুণেতে পেঁয়াজের দর কেজি প্রতি ৭৮ টাকা। ১ নভেম্বর থেকেই পেঁয়াজের দর চড়তে শুরু করেছে মুম্বইয়ে। পুণেতে যেখানে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩১ টাকা ছিল সেখানে এক ধাক্কায় ৭৮ টাকায় পৌঁছে গিয়েছে। অনেকটা মহারাষ্ট্রের সরকার গঠনের মতোই রাতারাতি বেড়েঠে পেঁয়াজের দর।

সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজের দাম, দৌড় থামবে কোথায়

পাইকারি বিক্রেতাদের দাবি যোগান কম থাকার কারণেই পেঁয়াজের দামের এই বৃদ্ধি। তার উপরে বৃষ্টিতে ফসল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুম্বইয়ের যোজেশ্বরীতে এক সবজি বিক্রেতাকে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গিয়েছে। শুধু যে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে তা নয় অনলাইনেও পেঁয়াজের দাম বেড়েছে। বিভিন্ন ইকমার্স সাইটে পেঁয়ােজর দাম ৮৫ টাকা কেজি দেখাতে শুরু করেছে।

শুক্রবার েথকেই এই চরম পরিস্থিতি তৈরি হয়েছে একধাক্কায় ২৭০০ টাকা কুইন্টাল প্রতি থেকে ৭৯৫০ টাকা কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম উঠেছে পাইকারি বাজারে। সেটা এখন ৭০১২ টাকার মধ্যে ঘোরা ফেরা করছে। পেঁয়াজে থেকে পেঁয়াজের দামের ঝাঁজেই নাকের জলে চোখের জলে অবস্থা মহারাষ্ট্রবাসীর।

English summary
Onion prices hit Rs100 per KG
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X