For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝে মাঙ্কিপক্স আতঙ্ক, কেরলে খোঁজ মিলল দেশের প্রথম সন্দেহভাজনের

Google Oneindia Bengali News

কেরলে মাঙ্কিপক্সে এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই বক্তির দেহে মাঙ্কিপক্সের ভাইরাস রয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বৃহস্পতিবার বলেছেন, সম্প্রতি বিদেশ থেকে ফেরা এক ব্যক্তির দেহে এই ভাইরাসে আক্রান্ত্র হওয়ার লক্ষণ মেলে। কেরলের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির মধ্যে মাঙ্কিপক্সের সমস্ত লক্ষণ রয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রী বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

করোনার মাঝে মাঙ্কিপক্স আতঙ্ক, কেরলে খোঁজ মিলল দেশের প্রথম সন্দেহভাজনের

এটি ভারতে প্রথম কেস যার মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গিয়েছে। মাঙ্কিপক্স একটি ভাইরাল জুনোটিক রোগ যার সার সঙ্গে গুটিবসন্তের মতো লক্ষণ রয়েছে। তবে যিনি আক্রান্ত হন তাঁর মধ্যে এই রোগ তীব্র কোনও প্রভাব ফেলেনি। আজ পর্যন্ত ভারতে মাঙ্কিপক্সের কোনও কেস রিপোর্ট করা হয়নি। ১১ জুলাই পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইরাল রোগের প্রায় ৮০০ টি কেস রিপোর্ট করা হয়েছে, যেখানে বিশ্বব্যাপী ৫৭ টি দেশে ৮২০০ টি কেস দেখা গিয়েছে।

মাঙ্কিপক্স প্রথম আবিষ্কৃত হয়েছিল এমন জায়গায় যেখানে গবেষণার জন্য বানর রাখা হয়েছিল এবং তাই এর নাম মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স ভাইরাসটি গুটিবসন্তের মতো। ভাইরাসের একই পরিবার থেকে আসে, যা পক্সভিরিডে পরিবারের অর্থোপক্সভাইরাসের অন্তর্গত।

যদিও বিরল রোগটি সাধারণত মধ্য এবং পশ্চিম আফ্রিকায় দেখা যায়, অজানা কারণে এটি এমনভাবে আচরণ করছে যা আগে কখনো দেখা যায়নি। মে মাসের শুরু থেকে, মাঙ্কিপক্সের ঘটনাগুলি এমন দেশগুলিতে রিপোর্ট করা হয়েছে যেগুলিতে সাধারণত এটি দেখতে পায় না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাদুর্ভাবের মধ্যে, পশ্চিম বা মধ্য আফ্রিকার সাথে পরিচিত মহামারী সংক্রান্ত লিঙ্ক ছাড়াই ইউরোপে এই প্রথমবারের মতো সংক্রমণের চেইন দেখা গিয়েছে।

ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরি কোস্ট, কঙ্গো, গ্যাবন, লাইবেরিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওনের মতো অন্যান্য মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলিতে মাঙ্কিপক্স স্থানীয় হিসাবে রিপোর্ট করা হয়েছে।

এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রিয়া, ক্যানারি দ্বীপপুঞ্জ, ইজরায়েল এবং সুইজারল্যান্ডের মতো কিছু দেশগুলিতেও রিপোর্ট এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তাদের দুটি ভ্যাকসিন রয়েছে যা মাঙ্কিপক্সের বিরুদ্ধে কাজ করে। মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার আগে এবং লক্ষণগুলি শুরু হওয়ার আগে উভয় ক্ষেত্রেই এটি কাজ করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত দেশে করোনা যে রাজ্যগুলিতে সবথেকে বেশি হয়েছে তার মধ্যে কেরল প্রথমের দিকেই রয়েছে। সেই রাজ্যে এখন দৈনিক ৩০০০ আক্রান্তের খোঁজ মিলছে। এসবের মাঝেই এবার মাঙ্কিপক্সের আতঙ্ক।

সময় পেরোলেও বুস্টার ডোজ নেননি ৯২ শতাংশ ভারতীয়, চিন্তায় কেন্দ্রসময় পেরোলেও বুস্টার ডোজ নেননি ৯২ শতাংশ ভারতীয়, চিন্তায় কেন্দ্র

English summary
one suspected in monkeypox from kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X