For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌এক লক্ষ করোনা ভাইরাসের পরীক্ষা হবে দিল্লির বিভিন্ন এলাকায়, জানালেন কেজরিওয়াল

‌এক লক্ষ করোনা ভাইরাসের পরীক্ষা হবে দিল্লির বিভিন্ন এলাকায়, জানালেন কেজরিওয়াল

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে দেশে। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যে এই সংক্রমণ রোধ করতে পাঁচ দফা অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হবে জাতীয় রাজধানীতে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে একলক্ষ কোভিড–১৯–এর পরীক্ষা হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

দিল্লিতে করোনার জন্য বিশেষ হাসপাতাল

দিল্লিতে করোনার জন্য বিশেষ হাসপাতাল

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেজরিওয়াল সাংবাদিক সম্মেলনে জানান যে দিল্লি সরকার পরিচালিত লোক নায়েক জয় প্রকাশ নারায়ণ হাসপাতাল, জিবি পন্ত হাসপাতাল, রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালগুলি করোনা ভাইরাসের জন্য উৎসর্গীকৃত হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে শহরের হাসপাতালগুলিতে ২,৯৫০টি শয্যা ভর্তি রয়েছে কোভিড-১৯ রোগীতে।

পাঁচ দফা অ্যাকশন প্ল্যান

পাঁচ দফা অ্যাকশন প্ল্যান

কেজরিওয়াল জানিয়েছেন, করোনা ভাইরাসের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য দিল্লি সরকার ১২ হাজার হোটেল রুম নেবে। তিনি বলেন, ‘‌তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিল এমন কাউকে সনাক্ত করার জন্য ও তাঁরা কাছাকাছি জায়গায় ঘুরে বেড়ালে তা পুলিশে জানানো হবে। তার জন্য পুলিশের নম্বর দিয়ে দেওয়া হবে।'‌ পাঁচ দফা কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এটি পাঁচটি টি-এর অন্তর্ভুক। সেগুলি হল টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, টিম-ওয়ার্ক ও ট্র‌্যাকিং ও মনিটরিং (‌পরীক্ষা, সনাক্ত, চিকিৎসা, দলবদ্ধভাবে কাজ ও ট্র‌্যাক করা, নজরদারি)‌।'‌

দরকার পড়লে বেসরকারি হাসপাতালকেও কাজে লাগানো হবে

দরকার পড়লে বেসরকারি হাসপাতালকেও কাজে লাগানো হবে

সাংবাদিকদের কেজরিওয়াল জানান যে ৩০ হাজার রোগীর চিকিৎসা করা যায় এমন বন্দোবস্ত তৈরি রাখছে সরকার। কোভিড-১৯-এর চিকিৎসার জন্য আরও আট হাজার শয্যার ব্যবস্থা করবে সরকার। তিনি বলেন, ‘‌কোভিড-১৯-এর রোগীর জন্য বেসরকারি হাসপাতালে ৪০০টি শয্যা রয়েছে। দিল্লিতে যদি করোনার কেস ৩০ হাজার পৌঁছে যায় তবে আমরা বেসরকারি হাসপাতালগুলিকেও নিজেদের আওতায় নিয়ে নেব, সেরকমই পরিকল্পনা করা হচ্ছে।'‌ কেজরিওয়াল বলেন, ‘‌দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এক লক্ষ কোভিড-১৯-এর পরীক্ষা হবে। আমরা প্রয়োজনে ১০ হাজার কোভিড-১৯ রোগীর জন্য ব্যানকোয়েট হল ও ধরমশালাগুলিতে ব্যবস্থা করতে পারি।'‌

English summary
one lakh rapid coronavirus test in delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X