For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার ধামি বনাম হরিশ রাওয়াত ৭০ আসনে লড়াই

সোমবার ধামি বনাম হরিশ রাওয়াত ৭০ আসনে লড়াই

  • |
Google Oneindia Bengali News

প্রেমের দিনে নির্বাচনী লড়াই উত্তরাখণ্ডে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিই আবার ক্ষমতায় ফিরে সরকার গড়বেন নাকি রাজ্যের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবার ফিরবেন ক্ষমতায় সে দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ। সোমবারই উত্তরাখণ্ডের রাজ্য বিজেপি সভাপতি মদন কৌশিক সহ বেশ কয়েকজন হেভিওয়েটের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে৷ হিমালয়ের কোল ঘেঁসা রাজ্যটির ১৩ জেলার ৭০টি আসনে বিধানসভা ভোট৷ এই নির্বাচনে যাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হতে চলেছে তাঁদের মধ্যে ধামি মন্ত্রিসভার মন্ত্রীরাও রয়েছেন যেমন, সাতপাল মহারাজ, সুবোধ উনিয়াল, অরবিন্দ পান্ডে, ধন সিং রাওয়াত এবং রেখা আর্য।

সোমবার ধামি বনাম হরিশ রাওয়াত ৭০ আসনে লড়াই

২০২২ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ধামি তাঁর বর্তমান বিধানসভা কেন্দ্র খাটিমা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে চারবারের বিধায়ক এবং বর্তমান রাজ্য বিজেপি সভাপতি মদন কৌশিক হরিদ্বার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মন্ত্রী ধন সিং রাওয়াত শ্রীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর বিরোধী হিসেবে এই আসনে কংগ্রেস প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোডিয়াল। হরিদ্বার (গ্রামীণ) বিধানসভা আসনে প্রবীণ বিজেপি নেতা এবং ধামি সরকারের মন্ত্রী যতিশ্বরানন্দ প্রার্থী হয়েছেন। এই আসনে তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কন্যা কংগ্রেস অনুপমা রাওয়াত।

উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল এবং গণেশ জোশী যথাক্রমে নরেন্দ্র নগর এবং মুসৌরি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঋষিকেশ আসনে বর্তমান বিধানসভা স্পিকার প্রেমচাঁদ আগরওয়াল বিজেপি প্রার্থী হয়েছেন৷ অন্যান্য বিশিষ্ট নামগুলির মধ্যে চৌবাত্তাখাল থেকে মন্ত্রী সতপাল মহারাজ, কালাধুঙ্গি থেকে বংশীধর ভগত, রুরকি থেকে প্রদীপ বাত্রা এবং দিদিহাট থেকে বিশান সিং চুফাল বিজেপি প্রার্থী হয়েছেন। তবে শুধু হেভিওয়েট প্রার্থীই নয় ভোট প্রচারেও পাহাড়ি রাজ্যটিতে গিয়েছেন বিজেপির হেভিওয়েটরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় প্রচারে উপস্থিত থেকেছেন৷

অন্য দিকে কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আম আদমি পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং সমাজবাদী পার্টির তারকা প্রচারকরাও উত্তরাখণ্ডে ভোট প্রচারে থেকেছেন। উত্তরাখণ্ডে ভোটের দামামা বাজার পর থেকেই দিল্লির আপ উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, মন্ত্রী গোপাল রাই এবং বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী একাধিক নির্বাচনে প্রচারে এসেছে৷

English summary
On Monday, Dhami vs Harish Rawat fought for 70 seats in Uttrakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X