For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের কোয়ারেন্টাইন নীতি বিতর্কের মাঝেই বিশ্বমঞ্চে মোদীর জোরদার বার্তা কোভিড ইস্যুতে

  • |
Google Oneindia Bengali News

বহু সমালোচনার পর ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি হওয়া কোভিশিল্ডকে নিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটাল ব্রিটেন। এদিন ব্রিটেনের তরফে জানানো হয়েছে, কোভিশিল্ড যাঁরা নিয়েছেন, তাঁরা ব্রিটেনে পৌঁছলে আলাদা কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। তবে এই বিতর্কের রেশ দুই দেশের কূটনৈতিক স্তর পর্যন্ত যখন পৌঁছেছে তখনই বিশ্ব কোভিড সামিটে অংশ নেন মোদী। আর সেখানে দাঁড়িয়ে কার্যত বড় বার্তা দেন করোনা প্রসঙ্গে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে আর্থিক দিকগুলি সহজ করতে আন্তর্জাতিক যাতায়াতের বিধিগুলি সহজ সরল করতে হবে। আর মোদীর এই বার্তা থেকেই কার্যত হাইভোল্টেজ রাষ্ট্রসংঘের সাধারণ সভার আগে কূটনৈতিক জগতে আলোচনার কেন্দ্রে ফের একবার দিল্লি নডর কাড়ল।

ব্রিটেনের কোয়ারেন্টাইন নীতি বিতর্কের মাঝেই বিশ্বমঞ্চে মোদীর জোরদার বার্তা কোভিড ইস্যুতে

এদিন নিজের ভাষণে ভারতের ভ্যাকসিন নীতি নিয়ে রীতিমতো ভূয়সী প্রশংসা করেন মোদী। তিনি বলেন, ভারতে নতুন ভ্যাকসিন তৈরি হচ্ছে আর যে ভ্যাকসিন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, তার উৎপাদন আরও বাড়াতে সচেষ্ট ভারত। এই কাজের জন্য সর্বোতভাবে নিজের যাবতীয় শক্তি কাজে লাগিয়ে এগিয়ে চলেছে দেশ বলে মন্তব্য করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন,ভারতের ভ্যাকসিনের তৈরির পরিমাণ যদি বাড়তে পারে, তাহলে তার থেকে বাইরের দেশের কাছেও সরবরাহ করা যাবে। একই সঙ্গে মোদী মনে করিয়ে দেন যে, বহু পরিমাণে ভ্যাকসিন তৈরি হতে গেলে, বহুল পরিমাণে ভ্যাকসিনের কাঁচামালের যোগানও সহজ সরলভাবে আসতে হবে। উল্লেখ্য, কিছু মাস আগে পর্যন্তও ভারতে ভ্যাকসিনের কাঁচামাল আসা নিয়ে বাইডেনের প্রশাসনের নীতিতে বিপাকে পড়েছিল দেশ। সেই প্রসঙ্গও কার্যত এদিনের বক্তব্যে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। এদিন মোদী বলেন, ভ্যাকসিন উৎপাদনের কাজ ভারত নিজের কোয়াড ভূক্ত দেশগুলির সঙ্গে জোরদারভাবে করতে শুরু করেছে। এক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা TRIPS মুকুব করার কথা বলেছে করোনা ভ্যাকসিনর নিরিখে। মোদী বলেনস এই সুবিধা দেশ পেলে তা চিকিৎসা ও কোভিড রোধে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে ভারতের করোনা ভ্যাকসিন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মোদী। যেভাবে ভারেত ১৩০ কোটি বাসিন্দাকে ভ্যাকসিন দেওয়া কর্মকাণ্ড চলছে তার প্রবল প্রশংসা করেন মোদী।

মোদী এদিন বলেন, ভারত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিনেশন ড্রাইভ চালাচ্ছে। একদিনে ভারতে ২৫ মিলিয়ন মানুষকে ভ্যাকসিনেট করেছে। মোদী বলেন, দেশের গ্রাস রুট লেভেলের স্বাস্থ্য কর্মীরা ৮০০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ দিয়েছেন। ভারতে এই মুহূর্তে অন্তত ২০০ মিলিয়ন মানুষ সম্পূর্ণ ভাবে ভ্যাকসিনেটেড। কই সঙ্গে করোনা রুখতে কো উউইন অ্যাপের কথা বলেন মোদী।

English summary
Amid UK's vaccine controversy, Narendra Modi adressing the Global Covid Summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X