For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ম নির্বিশেষে এনআরসি সারা দেশে লাগু হবেই, রাজ্যসভায় দাঁড়িয়ে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

যাবতীয় জল্পনা , গুঞ্জন কাটিয়ে ফের একবার সদর্পে রাজ্য়সভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন গোটা দেশেই এনআরসি লাগু হবে।

  • |
Google Oneindia Bengali News

যাবতীয় জল্পনা, গুঞ্জন কাটিয়ে ফের একবার সদর্পে রাজ্য়সভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন গোটা দেশেই একলপ্তে এনআরসি লাগু হবে। তবে তা নিয়ে কোনও ব্যক্তি বা বিশেষ ধর্মের মানুষকে ভয় পেতে হবে না বলেও এদিন দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

অসমে এনআরসি ঘিরে ট্রাইবুনালের অধিকার

এদিন রাজ্যসভায় অমিত শাহ জানিয়েছেন, যাঁরা অসমে এনআরসির তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের অধিকার রয়েছে ট্রাইবুনালের দ্বারস্থ হওয়ার। গোটা অসম জুড়ে ট্রাইবুনাল গঠিত হবে বলেও এদিন জানান অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, যাঁদের কাছে ট্রাইবুনালে যাওয়ার আর্থিক সঙ্গতি থাকবে না, তাঁদের বিনামূল্যে আইনজীবী দেওয়া হবে সরকারের তরফে।

এনআরসি লাগু হবেই

এদিন রাজ্য সভায় দাঁড়িয়ে অমিত শাহ সাফ জানিয়ে দেন সারা দেশে লাগু হবে এনআরসি। ধর্ম নির্বিশেষে এই এনআরসি লাগু করা হবে। আর এনআরসির সঙ্গে যে সিটিজেনশিপ বিলের পার্থক্য রয়েছে তা জানাতে ভোলেননি অমিত শাহ।

বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু শরনার্থীদের নাগরিকত্ব দিতে প্রয়াস সিটিজেনশিপ বিল-এ

অমিত শাহ এদিন জানান, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, হিন্দু, জৈন, শিখরা শরনার্থীরা যাতে নাগরিকত্ব পান তার জন্যই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে এই শরনার্থীকে আলাদা করা হয় ধর্মের ভিত্তিতে। আর তাঁদের এবার ভারতীয় নাগরিকত্ব দিতেই এই উদ্যোগ। এমনই দাবি করেন অমিত শাহ।

কাশ্মীরে ৫ অগাস্টের পর 'পুলিশ ফায়ারিং' -এ মৃত্যু হয়নি কারোর: অমিত শাহকাশ্মীরে ৫ অগাস্টের পর 'পুলিশ ফায়ারিং' -এ মৃত্যু হয়নি কারোর: অমিত শাহ

English summary
NRC to apply Nationwide, any person of any religion shpuld not worry.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X