For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা

অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা

  • |
Google Oneindia Bengali News

আজই এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এর চূড়ান্ত তালিকা ঘোষিত হতে চলেছে অসমে। আর তার আগে থেকেই কার্যত থমথমে পরিস্থিতি উত্তরপূর্ব ভারতেরর এই রাজ্যে। গোটা অসম জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। প্রশাসনিক মহলের তরফে গোটা রাজ্য জুড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তি স্থাপনের আর্জি জানানো হয়েছে।

অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা

এদিকে অসম এখন থমথমে। গোটা অসম জুড়ে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। এরইমধ্যে সূত্রের খবর, অসমে চার মিলিয়ন মানুষকে রাখা হয়েছে এনআরসির তালিকার বাইরে। প্রসঙ্গত, এনআরসি চালু নিয়ে এর আগে একাধিক বিতর্ক, হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা গিয়েছে অসমে। তালিকা থেকে বাদ যাওয়া নাম ঘিরে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে উঠেছিল। এরকম এক পরিস্থিতিতে বহু মামলা পৌঁছে যায় সুপ্রিমকোর্টে।

[আরও পড়ুন:দেবশ্রীকে নিয়ে গেরুয়া শিবিরের পরিস্থিতি খোলসা করলেন দিলীপ! বিজেপি নেতার স্পষ্ট বার্তা ][আরও পড়ুন:দেবশ্রীকে নিয়ে গেরুয়া শিবিরের পরিস্থিতি খোলসা করলেন দিলীপ! বিজেপি নেতার স্পষ্ট বার্তা ]

উল্লেখ্য, দেশের মধ্যে প্রথমবার এনআরসি লাগু হয়েছে অসমে। এর আগে ১৯৫১ সালে এনআরসির তালিকা আপডেট হয়। এরপর ২০১৯ এর এই চূড়ান্ত তালিকায় কী থাকে তা নিয়ে রয়েছে কৌতূহল। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই এনআরসির চরম বিরোধীতা করে এসেছেন। এনআরসি নিয়ে বহু বিজেপি বিরোধী নেতাও মুখ খুলেছেন। এমন পরিস্থিতিতে আজ ঘটনাচক্র কোনদিকে এগিয়ে যায় তা নজরে রয়েছে সমস্ত মহলের।

[আরও পড়ুন:পাকিস্তান জুড়ে আজ আধঘণ্টার জন্য কী ঘটতে চলেছে! ইমরানের টুইটে কাশ্মীর ইস্যুতে নয়া বার্তা ][আরও পড়ুন:পাকিস্তান জুড়ে আজ আধঘণ্টার জন্য কী ঘটতে চলেছে! ইমরানের টুইটে কাশ্মীর ইস্যুতে নয়া বার্তা ]

English summary
NRC in Assam, final list to be declared today 144 imposed.Anxiety filled the air in Assam with the deadline of final list of the National Register of Citizenship ending tomorrow. The state government has urged people to maintain peace and calm.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X