For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহত্তর বেঞ্চে যেতে চলেছে মামলা, শিন্ডে বনাম উদ্ধব বিবাদ সহজে মিটছে না

বৃহত্তর বেঞ্চে যেতে চলেছে মামলা, শিন্ডে বনাম উদ্ধব বিবাদ সহজে মিটছে না

Google Oneindia Bengali News

সহজে মিটমাট হবে না বিরোধী। শিবসেনার আইনি লড়াই দীর্ঘ মেয়াদি হতে চলেছে। আজ মামলার শুনানিতে তেমন কিছুই হয়নি। সূত্রের খবর হয়ত উদ্ধব বনাম শিন্ডের মামলা বৃহত্তর বেঞ্চে যেতে চলেছে। আগামী ৩১ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুনানি পিছোল

শুনানি পিছোল

শিন্ডে বনাম উদ্ধব অনুগামীদের মামলার পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বুধবার শুনানির কথা ছিল। সুপ্রিম কোর্টের প্রধানবিচারপচি এনভি রমান্নার বেঞ্চ জানিয়েছেন দুই পক্ষকে আগে ঠিক করতে হবে তাঁরা একে অপরের বিরুদ্ধে কোন কোন ইস্যুতে অভিযোগ জানাতে চায়। এবং কোন কোন বিষয়ে তাঁরা আইনি লড়াই চাইছে। আগামী বুধবারের মধ্যে দুই পক্ষকেই তা ঠিক করে আদালতকে জানাতে বলা হয়েছে। আগামী শুনানি ১ অগাস্ট।

বৃহত্তর বেঞ্চে যেতে পারে মামল

বৃহত্তর বেঞ্চে যেতে পারে মামল

এদিন শুনানির সময় আদালজ জািনয়েছে। হাতে হলফনামা পাওয়ার তা পর্যবেক্ষণ করবে আদালত। প্রয়োজন হলে সেটি বৃহত্তর বেঞ্চেও পাঠানো হতে পারে। বিচারপতি েক মুরারি এবং বিচারপতি হিমা কোহলি জািনয়েছেন। যদি সেরকম কোনও প্রয়োজন হয় তাহলে বুধবার দিন পর্যবেক্ষণ করবে আদালত। আগে দুই পক্ষ হলফনামা দিয়ে জানাক তাঁরা একে অপরের বিরুদ্ধে ঠিক কোন কোন ইস্যুতে অভিযোগ জানাতে চায়। আদালতে উদ্ধবের হয়ে সওয়াল করছেন কপিল সিবল।

উদ্ধবের সঙ্গে বিরোধ

উদ্ধবের সঙ্গে বিরোধ

উদ্ধবের বিজেপি বিরোধিতা মেনে নিতে চাননি কট্টরপন্থী শিবসেনা েনতা একনাথ শিন্ডে। দলে বিদ্রোহ ঘোষণা করে বিজেপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়েছেন তিনি। উদ্ধব ঠাকরেকে এক প্রকার কোনঠাসা করে দিয়েছেন তিনি। দলের একধিক পদে নিজের অনুগমীদের বসিয়েছেন শিন্ডে। উদ্ধবকে পদ থেকে না সরালেও এক প্রকার তাঁকে নিষ্ক্রিয় করে রেখেছেন শিন্ডে। এরই মধ্যে আবার উদ্ধবের চাপ বাড়িয়ে ১৯ জন শিবসেনা সাংসদের মধ্যে ১২ জন সাংসদ শিন্ডের দলে নাম লিখিয়েছেন।

বিদ্রোহী বিধায়কদের বহিষ্কারের মামলা

বিদ্রোহী বিধায়কদের বহিষ্কারের মামলা

একনাথ শিন্ডেকে সমর্থন জানিয়ে গুয়াহাটিতে গিয়ে ছিলেন শিবসেনার প্রায় ১৪ জন বিধায়ক। তাঁদের বহিষ্কারের দাবি দািনয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল উদ্ধব শিবির। কিন্তু সেই মামলাকে পাল্টা চ্যালেঞ্জ জািনয়ে আদালতে যায় শিন্ডের অনুগামীরা। সেই মামলার নিষ্পত্তি এখনও ঝুলে রয়েছে।

ভরা শ্রাবণে কালীপুজোর আয়োজন বঙ্গ বিজেপির, আমন্ত্রণ পত্র গেল প্রধানমন্ত্রী মোদীর কাছেভরা শ্রাবণে কালীপুজোর আয়োজন বঙ্গ বিজেপির, আমন্ত্রণ পত্র গেল প্রধানমন্ত্রী মোদীর কাছে

English summary
Uddhav Thakerey and Eknath Shinde egal battle will continue for long time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X