For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামছে দেশের শিক্ষার মান, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ভারত

মোদীর শাসনকালে দেশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাত বছরে এই প্রথম টাইমসের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম একশোতে ঠাঁই হয়নি ভারতের কোনও বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানের।

Google Oneindia Bengali News

মোদীর শাসনকালে দেশের শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাত বছরে এই প্রথম টাইমসের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম একশোতে ঠাঁই হয়নি ভারতের কোনও বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানের।

নামছে দেশের শিক্ষার মান, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ভারত

শিব রাত্রির সলতের মত তালিকায় কোনও মতে মাথা গুঁজেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ব্যাঙ্গালোর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রোপর। ৩০১-৩৫০ এর মধ্যে জায়গা করতে পেরেছে তারা।

আইআইটি দিল্লি, মুম্বই, খড়পুরের জায়গা হয়েছে আরও নীচে ৪০১-৫০০-র মধ্যে।
শিক্ষার হাল যে অতিব করুণ তা এই তালিকাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের শিক্ষানীতি নিয়ে পরীক্ষা নিরিক্ষা করে চলেছে। তার উপরে আবার ইউজিসি নিয়ে চলছে দ্বন্দ্ব। একাধিক বিশ্ববিদ্যালয়ে রাজনীতির পারদ চড়ছে। এক চরম সংকট তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থাতেও। যার জের প্রকাশ পেয়েছে এই তালিকায়।

[ অর্থনীতি চাঙ্গা করতে মনমোহন সিং দিলেন পাঁচ দাওয়াই][ অর্থনীতি চাঙ্গা করতে মনমোহন সিং দিলেন পাঁচ দাওয়াই]

গত বছর এই তালিকাতেই আইআইএসসি ২৫১-৩০০ -র মধ্যে জায়গা করে নিয়েছিল। সেখানে এবার প্রায় ৫১ ধাপ পড়েছে তার মান। আইআইটি রোপর এবং আইআইটি ইন্দোর সেতুলনায় নতুন সংযোজন এই তালিকায়।

[ ২০২২ সালের ১৫ অগাস্ট এর মধ্যে ভারতীয় সংসদভবন নিয়ে কোন পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার][ ২০২২ সালের ১৫ অগাস্ট এর মধ্যে ভারতীয় সংসদভবন নিয়ে কোন পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার]

সেরা বিশ্ববিদ্যালয়ের শীর্ষে রয়েছে

১. অক্সফোর্ট বিশ্ববিদ্যালয় (ব্রিটেন)
২. ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (আমেরিকা)
৩. কেবব্রিজ বিশ্ববিদ্যালয় (ব্রিটেন)
৪. স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় (আমেরিকা)
৫. ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজি (আমেরিকা)
৬. প্রিনসেটন বিশ্ববিদ্যায় (আমেরিকা)
৭. হাভার্ড বিশ্ববিদ্যালয়, (আমেরিকা)
৮. ইয়ালে বিশ্ববিদ্যালয়, (আমেরিকা)
৯. শিকাগো বিশ্ববিদ্যালয়, (আমেরিকা)
১০. ইম্পিরিয়াল কলেজ লন্ডন, (ব্রিটেন)

English summary
Not a single Indian institute made it to the top 300 list of Times Higher Education List
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X