For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের সমালোচনায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ, কী বললেন প্রথম সাক্ষাৎকারে

ভারতীয় অর্থনীতির ধীর প্রবৃদ্ধির জন্য উদ্বেগ প্রকাশ করলেন সদ্য নোবেলজয়ী ইন্দো-আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

ভারতীয় অর্থনীতির ধীর প্রবৃদ্ধির জন্য উদ্বেগ প্রকাশ করলেন সদ্য নোবেলজয়ী ইন্দো-আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। নোবেল জেতার পর একান্ত সাক্ষাৎকারে তিনি সমালোচনা করলেন নরেন্দ্র মোদী সরকারের। তিনি বলেন, যেটা করা সম্ভব, সেটাই করা উচিত। যা সম্ভব নয়, তা করার কথা ভাবলে সমস্যাই তৈরি হয়।

রাজনৈতিক উদ্দেশ্য নীতি নির্ধারণে

রাজনৈতিক উদ্দেশ্য নীতি নির্ধারণে

সোমবার বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর কাজের জন্য ২০১৯-এর নোবেল অর্থনীতি পুরস্কার পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সরকারের উচিত আরও সাবধানে নীতি নির্ভর হয়ে কাজ করা। আমি মনে করি ভারত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণে। যা নয়, তাই করতে গিয়েই বিপাকে পড়ে সরকার।

কার্যকর করা সম্ভব কিনা মূল্যায়ন করা জরুরিু

কার্যকর করা সম্ভব কিনা মূল্যায়ন করা জরুরিু

তিনি বলেন, যে কোনও নীতি রূপায়ণের আগে তা কার্যকর করা সম্ভব কিনা মূল্যায়ন করা উচিত। বুঝতে হবে কোন নীতিটি কাজ করে। যেটি কাজ করবে সেই নীতিটিই গ্রহণ করা উচিত। না হলে সেখানেই পতন অনিবার্য। আমি মনে করি, ক্ষমতার মানদণ্ডের ভিত্তিতে নীতি রূপায়ণ করা।

সরকারের সমালোচনায় নোবেলজয়ী

সরকারের সমালোচনায় নোবেলজয়ী

নীতিগত উদ্যোগের বিষয়ে তাঁর এই বক্তব্য পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বীকার করেছেন যে পণ্য ও পরিষেবাদি শুল্ক বাস্তবায়নে ত্রুটি রয়েছে। এর আগেও নরেন্দ্র মোদী সরকারের কিছু উদ্যোগ ও ভাবনা-চিন্তার সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

একশো দিনের কাজের প্রকল্পের প্রশংসায়

একশো দিনের কাজের প্রকল্পের প্রশংসায়

এদিন বছর ৫৮-র জওহরলাল নেহরু বিশববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভারত সরকারের কিছু উদ্যোগের প্রশংসাও করেছেন। ইউপিএ আমলের প্রকল্প জাতীয় পল্লি কর্মসংস্থান গ্যারান্টি স্কিম বা নারেগা অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি।

দরিদ্র্য মানুষেদের বড় অংশ উপকৃত

দরিদ্র্য মানুষেদের বড় অংশ উপকৃত

তিনি বলেন, নারেগা থেকে প্রাপ্ত আয়ের বেশিরভাগ অংশ নারেগা থেকে আসে না। বরং মজুরি বাড়ায় কারণ স্বল্প বেতনে অন্য শিফটে আর কাজ করতে হয় না এবং এর ফলে দরিদ্র্য মানুষেদের একটা বড় অংশ এতে খুব উপকৃত হয়েছে।

পিএমজিএসওয়াই কার্যকরে প্রশংসা

পিএমজিএসওয়াই কার্যকরে প্রশংসা

তিনি আরও যোগ করেন যে গ্রামীণ রাস্তা কর্মসূচি পিএমজিএসওয়াই কার্যকর হয়েছে। কারণ এটি মানুষকে খুবই সুবিধা দিয়েছে যাতায়াত ব্যবস্থায়। কোনও জায়গায় চাকরিক্ষেত্রে যেতে খুব সহজ হয়েছে এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণ।

English summary
Indian-American Nobel Laureate Abhijit Banerjee criticizes Narendra Modi government over the slowing growth of the Indian economy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X