For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নীতীশকে আমিই মুখ্যমন্ত্রী করেছি', তেজস্বীর পদত্যাগ বিতর্কে আর কী বললেন লালু

নীতীশকে তিনিই মুখ্যমন্ত্রী করেছেন বলে দাবি করলেন লালু প্রসাদ যাদব। বিহারে সরকারকে বিপদে ফেলার কোনও প্রশ্নই ওঠে না বলে দাবি করলেন আরজেডি সুপ্রিমো।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নীতীশ কুমারকে তিনিই মুখ্যমন্ত্রী করেছেন, ফলে বিহারে সরকারকে বিপদে ফেলতে তিনি কখনওই চাইবেন না। বুধবার এমনই দাবি করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। নীতীশ কুমার তাঁর ছেলে তেজস্বীর পদত্যাগ চাননি বলেও দাবি করেছেন লালু।

'নীতীশকে আমিই মুখ্যমন্ত্রী করেছি', তেজস্বীর পদত্যাগ বিতর্কে আর কী বললেন লালু

দুর্নীতিতে নাম জড়ানোর পর তেজস্বী যাদব ও রাবড়ি দেবীকে নিয়ে কম জলঘোলা হয়নি বিহারের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তেজস্বীর পদত্যাগ চেয়েছেন বলে জেডিইউ সূত্রে জানা গেলেও, লালু কোনওদিনই সেই খবরকে পাত্তা দেননি। এমনকী তেজস্বী যে বিহারের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তাও দলীয় বৈঠকের পর জানিয়ে দিয়েছিলেন লালু। এই নিয়ে লালু- নীতীশের মধ্যে মন কষাকষিও হয়েছে বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: রেলের টেন্ডার দুর্নীতিতে লালুপ্রসাদের বিরুদ্ধে মামলা সিবিআই-এর, পাটনা সহ ৪ জায়গায় তল্লাশি][আরও পড়ুন: রেলের টেন্ডার দুর্নীতিতে লালুপ্রসাদের বিরুদ্ধে মামলা সিবিআই-এর, পাটনা সহ ৪ জায়গায় তল্লাশি]

'নীতীশকে আমিই মুখ্যমন্ত্রী করেছি', তেজস্বীর পদত্যাগ বিতর্কে আর কী বললেন লালু

আগামী শুক্রবার থেকেই বিহার বিধানসভায় অধিবেশন শুরু হচ্ছে। তার আগে বুধবার ফের একবার বৈঠক করে আরজেডি। বৈঠকের পর লালু প্রসাদ যাদব জানিয়ে দিলেন, অধিবেশনে তেজস্বীকে পুরনো ভূমিকাতেই দেখা যাবে। সেইসঙ্গে তেজস্বীকে আত্মরক্ষায় সাফাই দেওয়ার যে দাবি নীতীশ জানিয়েছিলেন, সেই দাবিও খারিজ করেছেন লালু। তাঁর দাবি, বিহারের সরকার একেবারেই স্থিতিশীল অবস্থায় রয়েছে।

English summary
Lalu Prasad Yadav claims that he made Nitish chief minister. No question of destabilizing government, clarifies Lalu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X